Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন?
![Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন? Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/15/ee30200d77677e58d6a68f051622d31755382.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর এক বছর পেরিয়ে গিয়েছে। গত বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। এরপর থেকেই ফাঁকা পড়ে রয়েছে সুশান্ত সিংহ রাজপুতের ওই ফ্ল্যাট। জানা গেছে, সুশান্তর মৃত্যুর পর কেউই ওই ফ্ল্যাট কিনতে বা ভাড়া নিতে চাইছে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন? Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/15/00bf23afbc2add355e8d5c0e5630654b80cb5.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ফ্ল্যাটের ভাড়া বাবদ সুশান্ত দিতেন মাসে প্রায় সাড়ে চার লক্ষ টাকা।
![Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন? Sushant Singh Rajput Flat: ফাঁকা পড়ে রয়েছে সুশান্তর এই বিলাসবহুল ফ্ল্যাট, ভাড়া কত জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/15/3dbadf2b5519f2b7caa9a86f760284da44116.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
সুশান্তর ভাড়া নেওয়া এই ফ্ল্যাট তিনটি অংশে বিভক্ত। প্রথম বছরে সুশান্ত ভাড়া হিসেবে প্রতি মাসে ৪.৩০ লক্ষ টাকা, দ্বিতীয় বছরে মাসে ৪.৫১ লক্ষ টাকা ও তৃতীয় বছরে ৪.৭৪ লক্ষ টাকা দিতেন। কিন্তু সুশান্তর মৃত্যুর পর খালি পড়ে রয়েছে ওই ফ্ল্যাট।
পড়াশোনা নিয়ে খুবই আগ্রহী ছিলেন সুশান্ত। তাঁর বাড়ি ছিল বইয়ে ঠাসা। অবসর সময়ে এই সব বই পড়তেন সুশান্ত। এই ফ্ল্যাট খুবই পছন্দের ছিল সুশান্তর। সেজন্য খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন ওই ফ্ল্যাট। তাঁর ফ্ল্যাটে বিভিন্ন দর্শনীয় জিনিসের সংগ্রহ ছিল।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রপার্টি ডিলার বলেছেন, দেশে চলতি করোনাভাইরাস অতিমারীর জন্য এই ফ্ল্যাটের কোনও ভাড়াটে মিলছে না। আর সুশান্তর মৃত্যুর পর তো এই ফ্ল্যাটে আসতে অনেকেই দ্বিধাগ্রস্ত।
উল্লেখ্য, সুশান্তর মৃত্যুর পর এই ফ্ল্যাট তদন্তকারী সংস্থাগুলির নজরদারিতে ছিল। কিন্তু এক বছর পরও তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -