Sushmita Sen: বন্ধু রহমানের সঙ্গে পাপারৎজির মুখোমুখি সুস্মিতা সেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2021 04:06 PM (IST)
1
বলিউড দিভা নামেই পরিচিত তিনি। এবার ভারতের প্রথম মিস ইউনিভার্সকে দেখা গেল গয়নার দোকানে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
আর মিস ইউনিভার্স এর সঙ্গে ছিলেন তাঁর চর্চিত বন্ধু রহমান শাওল।
3
বাঘ ছাপা আউটফিট পরনে ছিল তাঁর। করোনা আবহে দুজনের মুখেই ছিল মাস্ক।
4
১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন সুস্মিতা সেন।
5
সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ বলিউড ডিভা।
6
দুই মেয়েকে দত্তক নিয়েছিলেন সুস্মিতা।
7
বন্ধু রহমান সহ দুই মেয়েকে নিয়েই মজায় দিন কাটাচ্ছেন তিনি।
8
বন্ধু রহমানের সঙ্গে সম্পর্কের কথা নিজেই জানিয়েছিলেন সুস্মিতা।
9
মহেশ ভট্টের দস্তক ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন সুস্মিতা।
10
এরপর আর্যা ছবিতে দেখা যাবে সুস্মিতা সেনকে। সব ছবি সৌজন্য- মানব মঙ্গলানি
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -