Taapsee Pannu: গতকাল হানা দেন আয়কর বিভাগের কর্তারা, ছবিতে তাপসী পান্নুর বিলাসবহুল বাড়ি
গতকাল বলিউড তারকা তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের বাড়িতে তল্লাশি চালায় আয়কর বিভাগ। তাপসী ও অনুরাগের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের আন্ধেরিতে তাপসীর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাড়ির ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
২০১৮ সালে নতুন বাড়িতে উঠে আসেন তাপসী। তাঁর বোন শগুন পান্নুও এই বাড়িতেই থাকেন।
দুই বোন নিয়মিত যোগাসন করেন। তাঁরা বাড়িটি সুন্দর করে সাজিয়ে রেখেছেন।
তাপসীর বাড়ির দেওয়ালে একটি বিশাল ঘড়ি আছে। সেটি এই বাড়ির অন্যতম আকর্ষণ।
তাপসী যখন নতুন বাড়িতে থাকা শুরু করেন, তখন তাঁর বাবা-মাও সেখানে যান। সোশ্যাল মিডিয়ায় বাবা-মা, বোনের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন এই অভিনেত্রী।
বাড়ির বারান্দা সুন্দর করে সাজিয়ে রেখেছেন তাপসী। বারান্দায় তিনি যোগাভ্যাস করেন।
‘হসিন দিলরুবা’, ‘রশ্মি রকেট’, ‘দোবারা’, ‘লুপ লপেতা’-র মতো ছবি রয়েছে তাপসীর হাতে। আগামীদিনে এই ছবিগুলি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সব ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -