Tahir Raj Bhasin Birthday: বলিউডের সাম্প্রতিক 'হার্টথ্রব' তাহির রাজ ভাসিন, জন্মদিনে রইল অজানা তথ্য
বলিউডের নতুন হার্টথ্রব। তাহির রাজ ভাসিন। ১৯৮৭ সালের ২১ এপ্রিল জন্ম তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিল্লিতে জন্ম অভিনেতার। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ২০১২ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। নাম 'কিসমত লভ পয়সা দিল্লি'।
২০১৩ সালে 'কাই পো চে' ছবিতে ছোট্ট একটি চরিত্রে তাঁকে দেখা যায়। ২০১৪ সালে 'ওয়ান বাই টু'-তেও ছোট চরিত্রে দেখা যায়।
বড়পর্দায় প্রকৃত অর্থে তাহিরের ডেবিউ ২০১৪ সালে 'মরদানি' ছবির হাত ধরে। রানি মুখোপাধ্যায়ের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় তাঁকে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর' মনোনয়ন এনে দেয়। খলনায়কের চরিত্রে বেশ প্রশংসিত হন।
২০১৬ সালে 'ফোর্স ২' ছবিতে অভিনয় করেন তিনি। সেখানেও তাঁকে নেগেটিভ রোলেই দেখা যায়।
২০১৮ সালে 'মান্টো' ও ২০১৯ সালে 'ছিঁছোড়ে' মুক্তি পায়। সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'ছিঁছোড়ে' ছবিতে তাঁকে একেবারে অন্য ধরনের এক চরিত্রে দেখেন দর্শক।
২০২১ সালে '৮৩' ছবিতে কিংবদন্তি ক্রিকেট তারকা সুনীল গাভস্করের চরিত্রে অভিনয় করেন তাহির। প্রশংসিতও হন।
সিনেমা ছাড়াও অজস্র ওয়েব সিরিজের মাধ্যমে দর্শকের আরও কাছের হয়ে উঠেছেন তিনি। ২০২২ সালে মুক্তি প্রাপ্ত 'ইয়ে কালি কালি আঁখে' তার মধ্যে অন্যতম।
২০২২ সালে মুক্তি পায় তাপসী পান্নুর সঙ্গে 'লুপ লপেটা' ছবিটি। একের পর এক অন্যধারার চরিত্রে জনপ্রিয়তা লাভ করতে থাকেন অভিনেতা।
একাধিক পুরস্কারে মনোনীত হলেও এখনও পর্যন্ত একটিই জিতেছেন। ২০১৪ সালে 'বেস্ট নেগেটিভ রোল'-এর জন্য 'স্ক্রিন অ্যাওয়ার্ডস'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -