এক্সপ্লোর
Tamannaah-Vijay: মুছলেন একে অপরের অধিকাংশ ছবি, চুম্বনই ছিল তমন্না বিজয়ের প্রথম আলাপের কারণ!
Tamannaah Bhatia and Vijay Varma: কীভাবে আলাপ হয়েছিল তমন্না ও বিজয়ের?
বিচ্ছেদ নিয়ে কী বললেন তমন্না বিজয়?
1/10

তাঁদের প্রেম ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি। চিরকালই তাঁরা খোলামেলা থেকেছেন নিজেদের সম্পর্ক নিয়ে।
2/10

তবে সদ্য শোনা যাচ্ছে, তাঁরা নাকি ২ বছরের সম্পর্কে ইতি টানতে চাইছেন? নিজেদের সম্পর্ককে তাঁরা নাকি আর এগিয়ে নিয়ে যেতে চান না।
3/10

তবে শোনা যাচ্ছে, সম্পর্কে বিচ্ছেদ হলেও, নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তাঁরা। একে অপরকে এখনও একই রকম ভাবে সম্মান করেন তাঁরা।
4/10

কীভাবে শুরু হয়েছিল বিজয় আর তমন্নার প্রেম? 'লাস্ট স্টোরিজ ২'-তে একসঙ্গে অভিনয় করেছিলেন বিজয় তমন্না। সেই থেকেই তাঁদের আলাপ।
5/10

আলাপ হওয়ার পরে তমন্না নাকি বিজয়কে বলেছিলেন, বিজয়ই হলেন প্রথম সেই ব্যক্তি যাঁকে তমন্না পর্দায় প্রথম চুম্বন করবেন। এই কথা শুনে ভাল লেগেছিল বিজয়ের।
6/10

তমন্না ও বিজয়ের প্রেমের সারল্যকে সবাই পছন্দ করতেন। হামেশাই তাঁদের দেখা যেন একসঙ্গে। কখনও ডিনার ডেট, কখনও আবার বিভিন্ন অনুষ্ঠান.. হাতে হাত রেখে উপস্থিত হতেন তাঁরা।
7/10

ডিনার ডেটে এও দেখা গিয়েছে যে বিজয়ের পোশাক পরে ক্যামেরার সামনে এসেছেন তমন্না। সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবিতে মজার মজার মন্তব্যও করতেন তাঁরা।
8/10

ছবিশিকারীরাও চাইত তাঁদের একসঙ্গে ফ্রেমবন্দি করতে। তবে কী হল এখন? সদ্যই নাকি তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন বিচ্ছেদের।
9/10

সোশ্যাল মিডিয়া থেকে তমন্না ও বিজয় দুজনেই নিজেদের অধিকাংশ ছবি মুছে ফেলেছেন। তবে এখনও তাঁরা ২ জন ২ জনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।
10/10

অনুরাগীরা এখনও চান, তাঁদের অন্যতম প্রিয় তমন্না ও বিজয় ফের একসঙ্গে হয়ে যাক। তবে এই বিষয় নিয়ে এখনও মুখ খোলেননি তমন্না বা বিজয় কেউ ই।
Published at : 04 Mar 2025 11:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























