Shuri Das Sindur Khela: স্বামীর সঙ্গে হাসিমুখে সিঁদুর খেলায় মাতলেন অভিনেত্রী শ্রুতি দাস

এদিন তাঁর পরনে ছিল লাল শাড়ি। সঙ্গে মাননসই গয়না। এখানেই শেষ নয়। হাতে শাঁখা-পলা, মাথায় চওড়া সিঁদুরে হাসি মুখে দেবীবরণ করতে দেখা গেল 'রাঙা বৌ' ধারাবাহিকের পাখিকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে একাধিক ছবি পোস্ট করেন শ্রুতি। সেখানে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের পাশাপাশি দেখা পাওয়া যায় তাঁর পরিবারের লোকজনের।

এছাড়াও দেবীবরণ করতে আসা আরও মহিলাদের সঙ্গেও হাসি মুখে পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী।
উল্লেখ্য়, এবছরই জুলাই মাসে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পরেছিলেন ছোটপর্দার এই নায়িকা।
তাঁর অনুরাগীরা জানবেন 'ত্রিনয়নী' ধারাবাহিকে অভিনয় করার সময়ই স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি ।
ইন্ডাস্ট্রির অনেকে সেই সম্পর্কে খুশি হলেও, স্বর্ণেন্দু আর শ্রুতির বয়সের পার্থক্য় নিয়ে চরম কটাক্ষের মুখে পড়েন শ্রুতি ।
দিও সেই সমস্ত ট্রোলিং-এর যোগ্য জবাব দেন নায়িকা । প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি শ্রুতি ।
বিয়ের অনেক আগে থেকেই তাঁর সোশ্যাল মিডিয়া খুললেই ঝলমল করে উঠত স্বর্ণেন্দুর সঙ্গে কাটানো তাঁর বিভিন্ন প্রেমের মুহূর্তের ছবি ।
অন্যদিকে শ্রুতির প্রেমের ছোঁয়া ছিল স্বর্ণেন্দুর প্রোফাইলেও । তাঁর রিলেসানশিপ স্টেটাসে লেখা ছিল, 'এনগেজডট'।
প্রসঙ্গত, গত মাসেই, ৯ জুলাই, রাতের দিকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। অফ হোয়াইট শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি পোশাকে সারেন বিয়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -