Thank You for Coming: ভূমি-শেহনাজের 'থ্যাঙ্ক ইউ ফর কামিং' ছবির ট্রেলর প্রকাশ্য়ে
'থ্যাঙ্ক ইউ ফর কামিং' ছবির ট্রেলর প্রকাশ্য়ে। ট্রেলর দেখার পর ছবিটি দেখার জন্য অপেক্ষায় ভক্তরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবিতে ভূমি পেডনেকর, শাহনাজ, কুশা কপিলা, ডলি সিং এবং শিবানি বেদি রয়েছেন।
ছবিতে দেখা যাবে করণ কুন্দ্রা এবং অনিল কাপুরকেও।
৬ অক্টোবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় হিন্দি ছবি 'থ্যাঙ্ক ইউ ফর কামিং'।
ছবিটি পরিচালনা করেছেন রিয়া কাপুরের স্বামী করণ বুলানি।
২০২৩ সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্য়ালে ছবি প্রিমিয়ার হবে। ৭ সেপ্টেম্বর থেকে চলবে ১৭ সেপ্টেম্বর অবধি।
পরিচালক করণ বুলানি একটি বিবৃতিতে বলেছেন, এই ছবিটি পরিচালনা করতে পেরে আমি গর্বিত। আশা করি দর্শকরাও এই ছবিটি দেখে ততটাই মজা পাবেন।
ছবিটি প্রযোজনা করেছে বালাজি টেলিফিল্ম লিমিটেড এবং অনিল কাপুর ফিল্ম কমিউনিকেশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড।
'আয়েশা',' খুবসুরাত','ভিরে দি ওয়েডিং' খ্যাত প্রযোজক রিয়া কাপুর বলেছেন,যাবতীয় প্রতিকূলতাকে হার মানিয়ে এই ছবিগুলি তৈরি করতে পেরে আমি সৌভাগ্যবান বোধ করছি।
সবমিলিয়ে এখন মাত্র ১ মাসের অপেক্ষা। পুজোর আগেই রিলিজ করছে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -