In Pics: লকডাউনে ড্রাইভিংয়ে বেরিয়েছেন দিশা-টাইগার, গাড়ি আটকাল পুলিশ
টাইগার শ্রফ ও দিশা পাটনী। বলিউডে কান পাতলেই শোনা যায় তাঁদের সম্পর্কের গুঞ্জন। সম্পর্ক নিয়ে অবশ্য কখনোই তেমন রাখঢাক করেননি এই জুটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত লকডাউনের অনেকটা সময়ই একসঙ্গে কাটিয়েছিলেন টাইগার ও দিশা। টাইগার শ্রফের বোন পুজা শ্রফ জানিয়েছিলেন, কাছাকাছি বাড়ি হওয়ার কারণে লকডাউনে হামেশাই পায়ে হেঁটে টাইগারের বাড়িতে চলে যেতেন দিশা।
অন্যদিকে পূজার সঙ্গেও যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিশার। একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান উৎযাপন করেন তাঁরা। পূজা বলেছিলেন, টাইগার দিশার সঙ্গে সময় কাটায় বলে তিনি খুশি।
এইবার লকডাউনে একসঙ্গে রাস্তায় বেরিয়েছিলেন টাইগার-দিশা। সূত্রের খবর, একসঙ্গে জিম সেরে নিভৃতে ড্রাইভিং করতে গিয়েছিলেন তাঁরা।
কিন্তু বান্দ্রার রাস্তায় টাইগার দিশার গাড়ি আটকায় পুলিশ। লকডাউনে কেন বেরিয়েছেন সেই কারণ জানতে চাওয়া হয়। এরপর অবশ্য আধার কার্ড দেখানো সহ অন্যান্য নিয়মবিধি পূরণ করার পর ছেড়ে দেওয়া হয় তাঁদের।
ছবিতে দেখা গিয়েছে, গাড়ির সামনের সিটে বসেছিলেন দিশা। আর পিছনের সিটে বসেছিলেন টাইগার। গাড়ির চালক ছিলেন অন্য কেউ।
আগামীতে হিরোপন্তি ২ ও বাগী ৪ ছবিতে দেখা যাবে টাইগার শ্রফকে।
বাগী ৪ ছবিতে থাকবেন দিশাও। রাধে ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেড়াল নিয়ে এই ছবিটি শেয়ার করেছিলেন দিশা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -