Tnusree Chakraborty: সাদা পোশাকে দুবাইয়ের সমুদ্রের বুকে নজর কাড়ছেন তনুশ্রী
একের পর এক ছবি মুক্তির পরে দুবাই সফরে পাড়ি দিয়েছেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty)। আর ছবির প্রচার শেষ হতেই ছুটি কাটাতে দুবাই পাড়ি দিলেন তনুশ্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'রাবণ'। এই ছবিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সমুদ্রের বুকে সাদা পোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন তনুশ্রী। খোলা চুল আর হাতের বোহো গয়নায় মোহময়ী দেখাচ্ছিল তাঁকে।
সমুদ্রের বুকে একটি ইয়টে রোদ পোহানোর ছবি শেয়ার করে নিয়েছেন তনুশ্রী। সাদা ফ্লোরাল পোশাক পরেছিলেন তিনি।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আবার কাঞ্চনজঙ্ঘা। মাল্টিস্টারার এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তনুশ্রী।
রোজ শ্যুটিংয়ে ঝকঝকে রোদ, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা, কেমন ছিল শ্যুটিংয়ের অভিজ্ঞতা? তনুশ্রী বলছেন, 'এই ছবির শ্যুটিং এমন একটা সময়ে শুরু যখন মানুষ ভীষণভাবে বাইরে বেরতে চাইছিল। এই ছবিটা একটা পেইড হলিডের মত ছিল আমাদের কাছে। সবচেয়ে বড় কথা এত প্রিয় জায়গা। দার্জিলিং, ডুয়ার্স, কাঞ্চনজঙ্ঘা। গল্পটাও দারুণ। সবাই চুটিয়ে কাজ করেছি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -