Aishwarya Rai : আজ ঐশ্বর্য রাইয়ের জন্মদিনে একরাশ 'ভালোবাসা' ভক্তদের, টুইটারে ট্রেন্ডিং বিশ্বসুন্দরী
আজ বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের শুভ জন্মদিন (Birth Day)। অভিনেত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার বন্যা উপচে পড়ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুইটারে রাত বারোটা থেকেই ট্রেন্ডিং তার নামের হ্যাস ট্যাগে। সিনে দুনিয়া তথা সারা দেশের তরফে ভালোবাসা লিখে শুভেচ্ছা জানাচ্ছে সবাই।
তবে বিশ্ব সুন্দরীর সম্মানের পর একের পর এক ছবিতে তিনি ইতিমধ্যেই সবার মন জিতে নিয়েছেন। বিয়ের পর হৃদয় জয় করেছেন বচ্চন পরিবারেও।
২০০৭-বিয়ে হয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের। বিয়ের দিন বলিউডের গ্ল্যামার গার্ল ঐশ্বর্য পরেছিলেন ঐতিহ্যবাহী জমকালো কাঞ্জিভরম শাড়ি। যে শাড়ির দাম ছিল ৭৫ লক্ষ টাকা।
১৯৯৪-এর ১৯ নভেম্বর মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন ঐশ্বর্য। দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতেছিলেন। ওই সময় ঐশ্বর্যর বয়স ছিল ২১।
মেয়ের দেখভাল ও তার সঙ্গে খেলা করা বা খাওয়ানোর ক্ষেত্রে সুবিধার কথা মাথায় রেখে ঐশ্বর্য বেশি গয়নাগাঁটি না পরার কথা ভাবেন এবং মঙ্গলসূত্রও ছোট করেন। মেয়ের জন্মের পর অভিষেক-ঘরণী কোনও ভারতী গয়না পরতে চাইতেন না। কারণ, এতে আরাধ্যাকে সামলানোর ক্ষেত্রে অসুবিধা হত।
খুব অল্প বয়েসেই বলিউডি ছবিতে বক্সঅফিসে হিট এনে দিয়েছেন। এই মুহূর্তেও তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়। আগামীদিনে ঐশ্বর্যকে দেখা যাবে, মনি রত্নমের Ponniyin Selvan ছবিতে।
ঐশ্বর্যর এই পরের মঙ্গলসূত্র ছিল ছোট ও তাঁর নেকলাইন পর্যন্ত। আর ডাবল লেয়ারের পরিবর্তে সিঙ্গল লেয়ার করা হয়। কিন্তু ছবি সেই আগের পেন্ডেন্টই নজরে পড়ে।
ওই মঙ্গলসূত্র ছিল বেশ লম্বা ও ডাবল লেয়ারের, যাতে ছিল হিরের পেন্ডেন্ট। বিয়ের কয়েক বছর পর ওই মঙ্গলসূত্র বদলান ঐশ্বর্য।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই মঙ্গলসূত্রের দাম ছিল ৪৫ লক্ষ টাকা। ঐশ্বর্যর মঙ্গলসূত্র প্রথম ক্যামেরায় ধরা পড়েছিল তিরুপতির বালাজি মন্দিরে। বিয়ের পর সেখানে পুজো দিতে গিয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -