Jeet: কাজের ফাঁকে সময় পেতেই কোথায় গেলেন জিৎ?
পেশার বাইরে একেবারে আক্ষরিক অর্থে 'ফ্যামিলি ম্যান' টলিউড অভিনেতা জিৎ। রয়েছে তার অনেক উদাহরণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই সেখানে ধরা পড়ে নানা ছবি। সেই সমস্ত ছবিগুলির কোনওটা তাঁর ছবি কেন্দ্রিক তো বাকিটা তাঁর পরিবার কেন্দ্রিক।
স্ত্রী মোহনা এবং কন্যা নবন্যাকে নিয়ে মাঝেমধ্যেই বেরিয়ে পড়েন ভ্রমণে। কখনও পাহাড় তো কখনও সমুদ্র অথবা বরফে ঘেরা প্রকৃতির মাঝে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তেমনই কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন। যা দেখে খুশিতে ডগমগ তাঁর অনুরাগীরা।
সম্প্রতি টলিউড সুপারস্টার জিৎ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন ইউরোপ থেকে।
অভিনেতার সঙ্গী হয়েছেন স্ত্রী মোহনা এবং কন্যা নবন্যা। ছবিগুলি দেখে বোঝাই যাচ্ছে, বড়দিন থেকে নতুন বছর, ২০২২ সালের শেষ সময়টা তিনি বিদেশে উপভোগ করছিলেন পরিবারের সঙ্গে।
বরফে ঘেরা প্রকৃতির মাঝে তাঁদের উপভোগের নানা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। আর তা শেয়ার করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।
অভিনেতার পোস্ট করা ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পরিবারের সঙ্গে অভিনেতার সময় কাটানোর ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।
প্রসঙ্গত, টলিউডে দীর্ঘ অনেকগুলো বছর কাটিয়ে ফেললেন জিৎ। 'সাথী' দিয়ে শুরু হয় তাঁর টলিউড জার্নি। প্রথম ছবিতেই দর্শকদের মন জিতে নেন। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন।
অভিনেতা হিসেবে কেরিয়ারে সাফল্য পাওয়ার পর প্রযোজক হিসেবেও দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রযোজনা সংস্থা থেকে প্রতিবছর মুক্তি পায় বেশ কিছু ছবি। যার কোনওটাতে তিনি নিজে অভিনয় করছেন তো কোনওটাতে অন্য কোনও অভিনেতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -