In Pic: বেগুনী গাউনে চোখধাঁধানো পোজ, ছবি পোস্ট অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
বেগুনী গাউনে নজরকাড়া অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রামে ভিডিও ও ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
বেগুনী স্লিভলেস, সাইড স্লিট গাউন, পায়ে কালো স্টিলেটো। সঙ্গে মানানসই স্টোন অ্যাকসেসরি।
চোখে বেগুনী ছোঁয়া, মানানসই লিপস্টিক ও খোলা চুলে অনন্যা অভিনেত্রী।
শুভশ্রী একটি রিল পোস্ট করে লিখেছেন, 'সে ফিসফিস করে বলে, নিজেকে অনুভব করো।'
একটি ছবিতে তাঁর এই চোখধাঁধানো লুকের জন্য গোটা টিমকে ধন্যবাদ দিয়েছেন।
অপর একটি ছবির ক্যাপশনে লিখেছেন, 'তোমার স্বপ্নগুলোকেই তোমার ডানা হতে দাও।'
আপাতত অভিনেত্রী বিখ্যাত ডান্স রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স'-এ বিচারকের আসনে রয়েছেন।
ওই শোয়ে তাঁর সঙ্গে বিচারকের আসনে রয়েছেন গোবিন্দা ও অঙ্কুশ হাজরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হন অভিনেত্রী। সেরে উঠে ফের জোরকদমে কাজ শুরু করেছেন।
সমস্ত ছবি সৌজন্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -