ODI World Cup 2023: 'ভাল খেলেছে টিম ইন্ডিয়া..', সোশ্যালে আবেগঘন পোস্টে টলি থেকে বলিউডের সেলেবরা
সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেছেন, বাংলা সিনেমা ছেড়ে ভারতীয় খেলোয়ারদের পাশে দাঁড়ান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআয়ুষ্মান খুরানা লিখেছেন, আপনারা সবাই সবসময় মনে রাখবেন WorldCup2023-এ সবাই ভাল খেলেছে।
পরিণীতি চোপড়ার স্বামী রাঘব চাড্ডাও বিশ্বকাপে হারের পরে সোশ্যালে টিম ইন্ডিয়ার জন্য একটি নোট লিখেছেন। তিনি টিম ইন্ডিয়াকে স্যালুট জানিয়েছেন।
সুরকার অমিত ত্রিবেদী একটি দীর্ঘ পোস্ট লিখেছেন, এমন সময় মেন ইন ব্লুকে শক্তিশালী হওয়ার জন্য কামনা করছি।
এর আগে, কাজল এবং অজয় দেবগন ম্যাচের জন্য তাদের ভালবাস ভাগ করে নেন এবং টিম ইন্ডিয়াকে জানিয়েছেন শুভকামনাও।
উপাসনা এবং রাম চরণ ভারতীয় দলের জার্সিতে তাদের ছবি শেয়ার করে টিম ইন্ডিয়ার প্রতি তাদের সমর্থন দেখিয়েছেন।
গায়ক দর্শন রাভাল ভারতীয় ক্রিকেট দলের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন,'ভাল খেলেছে টিম ইন্ডিয়া। তোমাকে সবসময় ভালোবাসি..পরের বার।'
বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের পর গায়ক বিশাল মিশ্র একরাশ মনখারাপ নিয়ে একটি ইমোজি পোজ করেছেন।
প্রায় দুই দশক পর বিশ্বকাপ ফাইনালে (ODI World Cup 2023) মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু শেষ অবধি মাথা নামিয়ে ঘরে ফিরতে হল।
২০০৩ সালে ভারতীয় ক্রিকেট দল নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের পর অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। এবারেও ফিরল সেই ছায়াই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -