Tollywood Party: তারকাখচিত পার্টি, 'রক্তবীজ'-এর সাফল্য উদযাপনে সামিল হলেন কে কে?
প্রথমবার থ্রিলার ছবির দুনিয়ায় পা রেখেছেন তাঁরা... আর তাতেই ম্যাজিক। বক্সঅফিসে সাফল্যের সঙ্গে সঙ্গে, বেশ প্রশংসিত হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর ছবি রক্তবীজ (Roktobeej)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই খুশি উদযাপনে সদ্য একটি পার্টির আয়োজন করেছিলেন শিবপ্রসাদ ও তাঁর স্ত্রী জিনিয়া সেন (Zinnia Sen)। সেখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী ছাড়াও টলিউডের একাধিক তারকারা।
এদিনের পার্টিতে হাজির ছিলেন অনুসূয়া মজুমদার, মানালি দে, সস্ত্রীক নাইজেল আকারা, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, সস্ত্রীক দেবাশীষ কুমার, দেবাশীষ মণ্ডল, সস্ত্রীক আবীর চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, গার্গী রায় চৌধুরী, অঙ্কুশ হাজরা, ইন্দ্রাণী দত্ত, রাজনন্দিনী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও উজান, সুরজিৎ চট্টোপাধ্যায়, তীর্থ, স্বস্তিকা দত্ত ও অন্যান্যরা।
খাওয়া-দাওয়া ও আড্ডার দেদার আয়োজনের সঙ্গে সঙ্গে, বড় স্ক্রিনে চলছিল 'রক্তবীজ'-এর সাফল্যের বিভিন্ন ছবি। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর জায়গায় জায়গায় জমায়েত করে প্রত্যেকেই আড্ডা দিচ্ছিলেন নিজের মতো করে, ছবির প্রতিক্রিয়া নিয়ে খুশি অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক-প্রযোজক সবাই।
এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্কুশ বলেন, 'বাংলা থ্রিলারের দ্বিতীয়ভাগ কবে আসবে, সেই নিয়ে এত প্রত্যাশা, এত প্রশ্ন এর আগে দেখিনি। ছবির চিত্রনাট্য তৈরি হয়নি এখনও, তবে 'রক্তবীজ'-এর সিক্যুয়ালের পরিকল্পনা নেই এমনটা নয়।'
অঙ্কুশ আরও বলছেন, 'আমার চরিত্রটা যে এত গুরুত্বপূর্ণ... সেটা ছবি দেখার আগে কেউই বুঝবেন না। আমায় তো কৌশিকদা (গঙ্গোপাধ্যায়) ছবিটা দেখে বলেছিলেন, আমি নাকি ইট পেতে রেখেছি আগামী ছবির জন্য।'
এদিন সামান্য দেরি করে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শ্রাবন্তী। ছবির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেল তাঁর গলায়। তবে পরেরদিন শো থাকায়, বেশ তাড়াতাড়ি পার্টি ছাড়েন তিনি।
প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই ধরা পড়ল পরিচালকদ্বয়ের রসায়ন। তবে দুবাই সফরের জন্য পার্টিতে সামিল হতে পারেননি মিমি।
কাঞ্চন বলছেন, 'খুব ভাল লাগে যদি বাংলা ছবির জন্য সাকসেস পার্টি হয়।'
এছাড়াও বাকি অভিনেতা অভিনেত্রীদের গলায় ধরা পড়ল এই ছবি প্রশংসাই। সব মিলিয়ে 'রক্তবীজ'-এর পার্টি জমে উঠল আনন্দে, বন্ধুত্বে, সাফল্যে।
পুজোয় প্রথম থ্রিলার ঘরানায় পা রেখেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। 'রক্তবীজ' (Roktobeej) তৈরি হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা নিয়ে।
এই ছবিতে, দুই পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। বাস্তব ঘটনাকে নিয়ে তৈরি এই থ্রিলার, বক্সঅফিসে বাকি ৩ ছবিতে যে কড়া টক্কর দিচ্ছে, তা বলাই যায়।
রক্তবীজ' থ্রিলার হলেও, পুরুষকেন্দ্রিক নয়। সেখানে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করেছেন এক নারীও। আর এই ছবি নেপথ্যে রয়েছেন তিন নারী। পরিচালকের আসনের গুরুদায়িত্বে রয়েছেন নন্দিতা। ছবির চিত্রনাট্য লিখেছেন শর্বরী ও জিনিয়া। তাঁদের কলমেই তৈরি হয়েছে বড়পর্দায় জমাটি এক থ্রিলার।
পরিচালক-প্রযোজকেরা জানাচ্ছেন, দর্শকদের এই ছবি নিয়ে উচ্ছ্বাসের কথা। পুজোর পরেই হল ভরিয়ে এই থ্রিলার দেখছেন দর্শকেরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -