Tunisha Sharma Death Case: আত্মহত্যার আগের শেষ কয়েক ঘণ্টা প্রেমিকের সঙ্গে কীভাবে কাটান তুনিশা?
আত্মহত্যা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মা। ২৪ ডিসেম্বর সন্ধ্যেয় তাঁর মৃত্যুর খবর আসে। জানা যায়, ধারাবাহিকের সেটেই মেকআপ রুমে আত্মহত্যা করেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appময়নাতদন্তের পর সোমবার রাতে প্রয়াত অভিনেত্রীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আজ অর্থাৎ, মঙ্গলবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
সংবাদমাধ্য়মে দেওয়া এক বিবৃতিতে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, দেহ হাতে পাওয়ার আগে তাঁদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। নথিপত্র সবকিছু সঠিকভাবে না পাওয়ার জন্যই দেরি হয়। মঙ্গলবার বিকেল ৪টেয় শেষকৃত্য সম্পন্ন হবে তুনিশার।
সম্প্রতি বিভিন্ন সূত্রে সামনে এসেছে একাধিক তথ্য। যেখানে জানা গিয়েছে, আত্মহত্যার মতো মর্মান্তিক পদক্ষেপ নেওয়ার আগের শেষ কয়েক ঘণ্টাও প্রেমিকের সঙ্গে কাটান তুনিশা। কী হয়েছিল শেষ কয়েক ঘণ্টায়?
একই ধারাবাহিকে কাজ করছিলেন তুনিশা শর্মা এবং তাঁর প্রেমিক শিজান খান। জানা গিয়েছে, আত্মহত্যার ঘটনা ঘটানোর আগে প্রেমিকের সঙ্গেই ছিলেন তিনি। তাঁরা একসঙ্গে লাঞ্চও করতে গিয়েছিলেন।
যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছিলেন তুনিশা, সেখানকার এক কর্মী সম্প্রতি জানিয়েছেন যে, আত্মহত্যার আগে শিজানের সঙ্গে লাঞ্চ করছিলেন তুনিশা। সেখানে প্রোডাকশনসের এবং ইউনিট মেম্বাররাও উপস্থিত ছিলেন। দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত চলে লাঞ্চ বিরতি।
তারপরই মেকআপ করতে যান তুনিশা। এবং মেকআপ রুম থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। জানা যায়, শৌচাগারে গিয়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ না বেরনোয় দরজা ভাঙে অন্যান্যরা। উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, তুনিশা শর্মা অন্তঃসত্ত্বা ছিলেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয় যে, অন্তঃসত্ত্বা ছিলেন না তিনি। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর। শরীরে অন্যান্য কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। ফলে প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা আত্মঘাতীই হয়েছেন তুনিশা।
প্রসঙ্গত, তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনায় তাঁর প্রেমিক শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রয়াত অভিনেত্রীর মা পুলিশের কাছে শিজান খানের শাস্তি দবি করে অভিযোগ দায়ের করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -