Mithun Chakraborty: 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে মিঠুনের জন্য বিশেষ আয়োজন, কেমন হল জন্মদিন উদযাপন
আজ 'মহাগুরু'-র জন্মদিন। 'ডান্স বাংলা ডান্স' (dance Bangla Dance)-এর মঞ্চে তাই আয়োজিত হবে বিশেষ এক পর্ব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামীকাল, অর্থাৎ শনিবার ২ ঘণ্টার বিশেষ এপিসোডে শ্রদ্ধা জানানো হবে 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)-কে।প্রতিযোগী থেকে শুরু করে সঞ্চালকেরা, সবাই নাচের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন অভিনেতাকে।
খুদে হামটি সাজবে 'মহাগুরু' ও যোগীতা বালি সাজবে দিপান্বিতা। প্রতিযোগীরা পারফর্ম করবে মিঠুন চক্রবর্তীরই গানে। মঞ্চে উপস্থিত থাকবেন মীর আফসর আলি (Mir Afsar Ali) ও রাজ চক্রবর্তী (Raj Chakraborty)।
প্রত্যেক প্রতিযোগীই দুর্দান্ত পারফরমেন্সে মন জয় করে সবার। স্নেহাশ্রিতা ও দিশা ও প্রিয়ঙ্কার পারফরমেন্স আলাদা করে নজর কাড়ে।
এদিন মঞ্চে হাজির ছিলেন মিঠুনের প্রথম ছবির নায়িকা মমতাশঙ্করও। মঞ্চে নাচ দেখিতে মাতিয়ে দেন তাঁর পুত্রবধূ। সব মিলিয়ে নাচে গানে জমে ওঠে মঞ্চ।
১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা। এল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার।
এদিন সমস্ত নাচই আয়োজন করা হয়েছিল মিঠুন চক্রবর্তীর ছবির গান অনুযায়ী। কথায় কথায় উঠে আসে মিঠুনের নানা জানা অজানা গল্প।
মঞ্চে বিচারক শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এদিন আর বিচারক নন, তিনিও মিঠুন চক্রবর্তীর গুণমুগ্ধ এক ভক্ত।
এদিন মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন রাজ ও মীর। তাঁদের মুখেও ছিল মহাগুরুর সঙ্গে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা।
নাচে গানে মহাগুরু স্পেশাল এই এপিসোড সম্প্রচারিত হবে আগামীকাল, জি বাংলার পর্দায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -