Vicky-Katrina Updates: বেড়াতে গিয়ে কীভাবে সময় কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা? দেখে নিন ছবিতে
পাহাড়ে বেড়াতে গিয়েছেন বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতেই ছুটি কাটাতে গিয়েছেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত ৯ ডিসেম্বর ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। একে অপরকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে একাধিক ছবি পোস্ট করেন দুই তারকা।
একদিকে যখন ক্যাটরিনা ভিকিকে 'জীবনের আলোর রশ্মি' বলে উল্লেখ করেন, তখন অন্যদিকে ভিকি আবার ক্যাটরিনাকে কতটা ভালোবাসেন, তা স্পষ্ট করে জানিয়ে দেন। দুই তারকার রোম্যান্টিক ছবিতে মজে নেট দুনিয়া।
বিবাহবার্ষিকী পেরিয়ে গেলেও ছুটি শেষ হয়নি ভিকি-ক্যাটরিনার। পাহাড়ে বেশ লম্বা ছুটি কাটাতেই গিয়েছেন তাঁরা।
সেখান থেকেই একগুচ্ছ ছবি পোস্ট করলেন দুই তারকা। পাহাড়ের মনোরম প্রকৃতি থেকে রোম্যান্টিক মেজাজে একে অপরকে সোহাগের ছবি ফুটে উঠল সেখানে।
কোথাও ক্যাটরিনার ক্যামেরায় বন্দি হয়েছেন ভিকি। তাঁকে দেখা যাচ্ছে একা একা কিৎ কিৎ খেলতে।
দাবার ঘুঁটি সাজানো রয়েছে। আর তার মধ্যে একা একা খেলছেন ভিকি। আবার সেটাকে একঘেয়ে খেলাও বলেছেন অভিনেতা।
কোনও ছবিতে আবার পাহাড়ের মনোরকম প্রকৃতি ধরা পড়েছে। ভিকি ক্যাটরিনা যে একে অপরের সঙ্গ উপভোগ করা ছাড়াও পাহাড়ের কোলে প্রকৃতিও দারুণ উপভোগ করছেন, তা বেশ টের পাওয়া যাচ্ছে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে নতুন জীবন শুরু করেন তাঁরা।
বিয়ের আগে বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন তাঁরা। যদিও সে সময়ে সম্পর্কের কথা স্বীকার করেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -