Leena Nagwanshi: আত্মহত্যা করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা, চিনে নিন তাঁকে
অস্বাভাবিক মৃত্যু হল এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের (Social Media Influencer)। ২২ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া তারকার নাম লীনা নাগবংশী (Leena Nagwanshi)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিজের বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যুতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। লীনা নাগবংশীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, চক্রধর নগর থানার সাব ইনস্পেক্টর ইঙ্গেশ্বর যাদব বলেন, 'রাইগড়ে নিজের বাড়িতে আত্মহত্যা করেছেন ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লীনা নাগবংশী। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।'
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, লীনা নাগবংশীর মা বাজারে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে তিনি লীনাকে দেখতে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেন। ছাদে খোঁজ করলে সেখানকার দরজা বন্ধ দেখেন। কিন্তু ঘরে খুঁজতেই ঝুলন্ত দেহ দেখতে পান। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
লীনা নাগবংশী। ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রাম রিল তৈরি করার জন্য তিনি জনপ্রিয় ছিলেন।
তাঁর নিজের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সম্প্রতি বড়দিনের উৎসবেই একাধিক ভিডিও পোস্ট করেন। যেখানে তাঁকে উৎসব উদযাপন করতে এবং পুতুল নিয়ে খেলতে দেখা যায়।
২২ বছর বয়সী লীনা নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন বলে জানা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন জনপ্রিয়তা বাড়ছিল তাঁর।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১০.৮ হাজার। ইউটিউনে রয়্যাল লীনা নামে তাঁর চ্যানেলও রয়েছে।
লীনা নাগবংশী কমার্স নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি বি কস-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। রায়গড়ের কেলো বিহার কলোনিতে তাঁর বাড়ি।
লীনার বাবা সিনিয়র কোঅপারেটিভ ইনস্পেক্টর পদে কনজিউমর ফোরামে কাজ করেন। বেশ কিছু মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে কাজ করেছেন লীনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -