Year Ender 2022: 'আর আর আর' থেকে 'কান্তারা', বক্স অফিস মাতিয়ে রাখা ৫ 'প্যান ইন্ডিয়া' ছবি
বলিউডে চলতি বছরে লক্ষ্মী বিশেষ সহায় না হলেও একগুচ্ছ 'প্যান ইন্ডিয়া' ছবি রীতিমতো রাজত্ব করেছে বক্স অফিসে। দুর্দান্ত গল্প থেকে দারুণ বিষয়বস্তু, একাধিক কারণে 'অ-হিন্দি' ছবিগুলি মানুষের মন জয় করেছে। বর্ষশেষে দেখা যাক পাঁচটি 'প্যান ইন্ডিয়া' ছবি, যা মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কান্তারা': কন্নড় ভাষার এই ছবি পরিচালনা করেছেন ঋষভ শেট্টি। গোটা ভারতেই দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি, কৃতিত্ব, প্রোডাকশন ডিজাইন, সিনেম্যাটোগ্রাফি ও কর্ণাটকের স্থানীয় 'ভূত কলা' সংস্কৃতির বর্ণনা।
কন্নড় ভাষায় নিজেদের রাজ্যে তো দারুণ ব্যবসা করেছেই এই ছবি, সেই সঙ্গে হিন্দি ভাষী দর্শকও বেশ প্রশংসা করেছেন এই ছবির। সেই অর্থে কোনও তারকা না থাকা সত্ত্বেও এই ছবি তাই বক্স অফিস কাঁপিয়েছে।
'আর আর আর': এস এস রাজামৌলি পরিচালিত আশানুরূপভাবেই দুর্দান্ত ব্যবসা করে বক্স অফিসে। ২০১৭ সালে তাঁর 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' মুক্তির পর এটাই বড় হিট। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ ও আলিয়া ভট্ট অভিনয় করেছেন এই ছবিতে।
এই ছবি যে শুধু দেশের বক্স অফিসেই ভাল ব্যবসা করেছে তা নয় পেয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মানও। জাপানে এটি সর্বোচ্চ আয়প্রাপ্ত ভারতীয় ছবি।
'কেজিএফ: চ্যাপ্টার ২': মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা যশ। ২০১৮ সালের 'কেজিএফ: চ্যাপ্টার ১'-এর বহু প্রতীক্ষিত দ্বিতীয় ভাগ এটি। প্রশান্ত নীল পরিচালিত এই ছবি সিনেম্যাটোগ্রাফি, আবহ সঙ্গীত, এবং সংলাপের জন্য সকলের প্রিয় হয়ে উঠেছে।
গোটা ভারতেই এই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে। বর্ষ শেষে এই ছবি সর্বোচ্চ ব্যবসা করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে।
'পোনিয়িন সেলভান ১': তামিল ভাষায় তৈরি এই ছবির পরিচালক ছিলেন কিংবদন্তি মণি রত্নম। তামিলনাড়ুতে দুর্দান্ত ব্যবসা তো করেই এই ছবি, সেই সঙ্গে গোটা বিশ্বের তামিল গোষ্ঠীর মধ্যে প্রশংসিত হয়।
কল্কি কৃষ্ণমূর্তি রচিত এক কাল্পনিক উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। চোল সাম্রাজ্যের রাজারাজা ১ সম্রাটের জীবন নিয়ে তৈরি। ছবিটি হিন্দি, তেলুগু, কন্নড় ভাষাতেও বেশ ভালই ব্যবসা করে।
'মেজর': এই বহুভাষিক ছবিটি ২৬/১১ মুম্বই হামলায় শহিদ হওয়া মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। অদিভী শেষকে মুখ্য চরিত্রে দেখা যায়। তেলুগু ও হিন্দিতে এই ছবি একসঙ্গে শ্যুট করা হয়। বক্স অফিসে এই ছবি দারুণ ব্যবসা করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -