Yuvaan: দেড় বছরেই হাতেখড়ি, পড়াশোনা শুরু একরত্তি ইউভানের?
কচি হাতে স্লেট পেনসিল, হালকা নীল পাঞ্জাবিতে মায়ের কোলে বসে ছোট্ট ইউভান। সরস্বতী পুজোর দিন হাতেখড়ি দিল দেড় বছরের একরত্তি ইউভান। সোশ্যাল মিডিয়ায় সেই মিষ্টি মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করে নিলেন বাবা রাজ চক্রবর্তী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসরস্বতী পুজোর দিন রাজ চক্রবর্তীর অফিসে বাণীবন্দনায় সামিল হয়েছিলেন গোটা পরিবার। লাল পাড় সাদা শাড়িতে সেজেছিলেন শুভশ্রী চক্রবর্তী। হালকা চকোলেট রঙের পাঞ্জাবি বেছে নিয়েছিলেন রাজ।
ছোট্ট ইউভান সেজেছিল ধুতি আর হালকা নীল পাঞ্জাবিতে। মায়ের কোলে বসেই পুষ্পাঞ্জলি দিল সে। সোশ্যাল মিডিয়ায় সরস্বতী পুজোর ছোট্ট ভিডিও ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখানে দেখা গেল ডাকের সাজে নয়নাভিরাম প্রতিমাকে। প্রসাদ ফুলে ফলে পুজোর আয়োজনও ছিল নজরকাড়া।
মায়ের কোলে বসেই স্লেটে আঁকিবুকি কাটল ছোট্ট ইউভান। পুরোহিতের হাত ধরে নিয়মমাফিক লিখল অ,আ,ক,খ।
কেবল রাজ-পরিবারই নয়, এদিন হাজির ছিলেন টলিউডের একাধিক তারকা। রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিকের বন্ধুত্ব ইন্ডাস্ট্রিতে চর্চিত।
এদিন রাজের অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁরাও। সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ল সেই ছবিও।
অন্যদিকে, দুই নতুন ছবির মুক্তির কথা একই দিনে ঘোষণা করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত নতুন ছবি 'হাবজি গাবজি' (Habji Gabji) ও 'ধর্মযুদ্ধ' (Dharma Juddha) মুক্তির দিন ঘোষণা করলেন নায়িকা।
বছর দুয়েক ধরে মুক্তির অপেক্ষায় দিন গুণছে ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ছবি মুক্তির দিন ঠিক করতে চাননি নির্মাতা সংস্থা।
দুই বন্ধু। সরস্বতী পুজোর দিন এক ফ্রেমে তৃণমূল বিধায়ক রাজ ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ।
এক ফ্রেমে কাঞ্চন মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। ক্যামেরার বাইরে টলি তারকাদের এই বন্ধুত্ব টলিপাড়ায় বেশ চর্চিত।
গল্পে মগ্ন কাঞ্চন আর শুভশ্রী। সরস্বতী পুজো যেন বন্ধু সমাগমের উপলক্ষ্য। ছবি সৌজন্য: রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -