ছবিতে দেখুন: কেন্দ্রের জোড়া কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক বিক্ষোভের ঝলক
বাদ গেল না পশ্চিমবঙ্গও। লাল পতাকার ঝড় উঠল রাস্তায় রাস্তায়। সঙ্গে কংগ্রেস। এদিন পথে নামে এ রাজ্যের শাসকদল তৃণমূলও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, সাংসদ সুব্রত বক্সী সহ তৃণমূলের নেতারা। পোড়ানো হয় কৃষি বিলের প্রতিলিপি
কৃষক বিলের প্রতিবাদের আঁচ ছড়িয়েছে রাজধানী দিল্লিতেও। এদিন যন্তরমন্তরে বিক্ষোভ দেখায় বাম কৃষক-শ্রমিক ও ছাত্র সংগঠন
কিছু জায়গায় আবার বিক্ষোভকে কেন্দ্র করে বাঁধল সংঘর্ষ
এই পরিস্থিতিতে ২৪-২৬ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন রুটে ১৪ জোড়া বিশেষ ট্রেন বাতিল করেছে রেল।
সরকারের কৃষি বিলের প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল অল ইন্ডিয়া কৃষক সভা এবং অল ইন্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি।
জোড়া কৃষি বিলের প্রতিবাদে কলকাতাতেও আলাদা আলাদা করে বিক্ষোভ দেখায় তৃণমূল-বাম-কংগ্রেস। প্রথমে বেলা ১২টা থেকে মেয়ো রোডের কাছে গাঁধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ শুরু তৃণমূলের কৃষক সংগঠন।
জলন্ধরে অমৃতসর-দিল্লি জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখান কৃষকরা
সেই বিক্ষোভের আঁচ এদিন সবচেয়ে বেশি দেখা গল সবুজ বিপ্লবের আঁতুড়ঘর পঞ্জাব আর হরিয়ানায়। পঞ্জাবে শুক্রবার বনধের ডাক দিয়েছিল ৩১টি কৃষক সংগঠন।
এদিন সকালেই অমৃতসরে রেললাইনে ওপর বসে পড়েন কৃষকরা। লাইনের ওপরে বিছানা করেও শুয়ে পড়েন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির সদস্যরা।
বিজেপিশাসিত হরিয়ানাতেও সকাল থেকে রাস্তায় নামতে দেখা গিয়েছে কৃষক সংগঠনগুলিকে.
কোথাও হাতে লোহার শিকল পরে রাস্তায় বসে পড়লেন কৃষকরা। তামিলনাড়ুর ত্রিচিতে এদিন জেলাশাসকের দফতরের সামনে রাস্তার ওপর হাতে শিকল বেঁধে বসে বিক্ষোভ দেখান সাউথ ইন্ডিয়ান রিভার ইন্টারলিঙ্কিং ফার্মারস অ্যাসোসিয়েশনের সদস্য কৃষকরা।
মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদে এদিন পথে নামেন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব। শুরু হয় ট্রাক্টর মিছিল
সেখানেই বিশাল বিশাল পাত্রে শুরু হয় চা বানানো। রেললাইনের ওপরেই বসে শুরু হয় চা পান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -