বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার হন, রেকর্ড অর্থে কিনেছিলেন ভিঞ্চির বই, জন্মদিনে অজানা বিল গেটস
একসময় অ্যাপলের প্রধান স্টিভ জোবস সাক্ষাৎপ্রার্থী গেটসকে এক ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন। পরে অবশ্য অ্যাপলকে বাঁচানোর জন্য মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেন জোবস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআইন পড়ার জন্য ১৯৭৩ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন গেটস। ব্যবসার জন্য ১৭৯৫ সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। তার ৩২ বছর পর, ২০০৭ সালে তাঁকে সাম্মানিক স্নাতক ডিগ্রি দেয় হার্ভার্ড।
একবার এক সাক্ষাৎকারে গেটস জানিয়েছিলেন, তিনি ছুটি নেওয়ায় বিশ্বাস করতেন না। তাঁর অফিসের কর্মীরা কে কখন ঢুকছেন বা বেরচ্ছেন, সেটা জরিপ করতে পার্কিং লটেও চলে যেতেন। প্রত্যেক কর্মীর গাড়ির নম্বর প্লেট মুখস্থ ছিল তাঁর।
১৯৭৭ সালের ১৩ ডিসেম্বর বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। লাইসেন্স ছাড়া প্রবল গতিতে পোর্শে গাড়ি ছুটিয়েও বিতর্কে জড়িয়েছিলেন। ওয়াশিংটনেও একবার সিগন্যাল ভেঙে গ্রেফতার হয়েছিলেন গেটস। অনেকে বলেন, তাঁর পোর্শে ৯১১ গাড়িটি মরুভূমিতে রুদ্ধশ্বাস গতিতে চালাতেন গেটস। তাঁর ছোটবেলার বন্ধু তথা মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন তাঁকে একবার জামিনের ব্যবস্থা করে ছাড়িয়েও এনেছিলেন।
৩০.৮ মিলিয়ন মার্কিন ডলার (বর্তমান ভারতীয় মুদ্রায় প্রায় ২৩০ কোটি টাকা) খরচ করে ১৯৯৪ সালে লিওনার্দো দ্য ভিঞ্চির ‘কোডেক্স লেস্টার’ বইটি কিনেছিলেন গেটস। বিশ্বে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বইগুলির মধ্যে অন্যতম এটি।
বরাবর বইপোকা গেটস। ফোর্বসে প্রকাশিত খবর অনুযায়ী, ছোটবেলা বইয়ে এমন ডুবে থাকতেন গেটস যে, তাঁর বাবা-মা ডিনার টেবিলে তাঁকে বই নিয়ে বসতে নিষেধ করেন। টিনেজার বয়সেই ‘ওয়ার্ল্ড বুক এনসাইক্লোপিডিয়া’ পড়ে ফেলেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -