ক্যাটওয়াকের সময় ছিঁড়ে গিয়েছিল পোশাক, প্রকাশ্যে চড় খেয়েছিলেন, সব সময়ই খবরের শিরোনামে গৌহর খান
বিয়ের কারণে গৌহর যে সংবাদ শিরোনামে এলেন এমনটা নয়, বেশ কয়েকবার তাঁর সাহসী ভূমিকার জন্য খবরের আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন। জেনে নেওয়া যাক, গৌহরের শিরোনামে উঠে আসার কিছু গল্প।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগৌহর হলেন বিগ বস-৭ বিজয়ী। ২৫ ডিসেম্বর, শুক্রবার তাঁর বিয়ে। প্রাক-বিবাহ অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই সব অনুষ্ঠানের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
গৌহর এক বনেদি মুসলিম পরিবারের মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই সবচেয়ে ছোট। গৌহর ২০০২ সালে মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপর চলে আসেন মডেলিংয়ে।
২০০২ থেকে ২০০৬ পর্যন্ত তিনি র্যাম্পে হেঁটেছেন। এক বার র্যাম্পে হাঁটার সময় তাঁর পোশাক ছিঁড়ে গিয়েছিল। সে সবকে কার্যত অগ্রাহ্য করেই রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে তিনি র্যাম্পে হেঁটেছিলেন। তাঁর ওই অনমনীয় মনোভাবে এবং আত্মবিশ্বাস দারুণভাবে প্রশংসিত হয়েছিল।
২০০৬ সালে তিনি সেলিব্রিটি ডান্স শো ’ঝলক দিখলা যা‘-এ প্রথম রানার আপ হয়েছিলেন।
এর পরে গৌহর 'বিগ বস-৭' তে অংশ নিয়েছিলেন। রিয়্যালিটি শো চলাকালীন বাড়িতে কুশল টন্ডনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে কম চর্চা হয়নি। বিগ বস বাড়ি থেকে বেরিয়ে আসার পরে কিছু সময়ের জন্য এই জুটির মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, তবে পরে ওই জুটি ভেঙে যায়।
গৌহরও ফের সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন ঠোঁটের অস্ত্রোপচারের জন্য। ২০১১ সালে তিনি যখন ‘খান সিস্টার্স‘ নামে একটি চ্যাট শোয়ের শুটিং করতে গিয়েছিলেন, তখন গৌহরের ঠোঁট ফুলে গিয়েছে বলে কিছু সময়ের জন্য ওই শ্যুটিং বন্ধ করতে হয়েছিল। পরে তিনি জানিয়েছিলেন, তাঁর ঠোঁটে অস্ত্রোপচার হয়েছে, তবে তিনি ঠোঁটের আকৃতি নিয়ে সন্তুষ্ট নন এবং তাই সবার সামনে আসতে চাননি।
২০১৪ সালে গৌহর রিয়েলিটি শো ’ইন্ডিয়াস র স্টার‘ নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল। ওই শো-এর চূড়ান্ত পর্যায়ের শ্যুটিং চলছিল। সেই সময় মহাম্মদ আকিল মালিক নামে এক ব্যক্তি তাঁকে চড় মারেন। পুলিশ সূত্রের পরে জানা যায়, ওই ব্যক্তি প্রথমে গৌহরের শ্লীলতাহানি করেছিলেন। গৌহর প্রতিবাদ করলে তিনি তাঁকে চড় মারেন।
খবরে প্রকাশ, আকিল বলেছিলেন, গৌহর একজন মুসলিম মেয়ে হয়ে এমন পোশাক পরেন। এ জন্য তাঁকে চড় মারেন তিনি। কিন্তু অপমানিত গৌহর কেঁদে ফেলেছিলেন।
খুব শীঘ্রই প্রেমিক জায়েদ দরবারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তাঁর বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। তার প্রধান কারণ, গৌহর তাঁর প্রেমিকের চেয়ে ১১ বছরের বড়। সম্ভবত সেই জন্য অভিনেত্রীর ফ্যানেরা এই বিয়েকে অনন্য বলে অভিহিত করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -