মেয়েদের ভবিষ্য়তের বয়ফ্রেন্ড কেমন হবে? কী বললেন ৩ মেয়ের বাবা করণবীর?
বাবা মেয়ের সম্পর্কের সমীকরণ সব সময়েই ভিন্ন। প্রতিটি পদে মেয়েকে সুখ দিতে চায় তার বাবা। অভিনেতা করণবীর বহরা এমনই কিছু উদাহরণ তৈরি করেছেন। এক মাস আগে ফের ময়ের বাবা হয়েছেন করণবীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে মেয়েদের ভবিষ্যতের বিশেষ বন্ধুকে নির্দেশ দিলেন অভিনেতা।
মেয়েদের ভবিষতের বয়ফ্রেন্ড নিয়ে খোলামেলা আলোচনা করেন করণবীর। তা থেকে স্পষ্ট যে করণবীর মেয়েদের ভাল বন্ধু হবেন।
তাঁর মেয়েদের বিশেষ বন্ধু হওয়ার জন্য ১০টি গুণ থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। পোস্টের ক্যাপশনে লিখেছেন, আমার মেয়ের সঙ্গে দেখা করার জন্য নিয়ম দেখে নিন।
আমার ৩ মেয়ে। একদিন ওরা বড় হবে। তখন ওদের বিশেষ বন্ধুর সঙ্গে আমাকেই প্রথম দেখা করাবে।
২০০৬ সালে ৩ নভেম্বর করণবীর বহরা এবং টিজে সিধুর সঙ্গে বিয়ে হয়।
এক মাস আগে তাঁদের মেয়ে হয়। আগে তাঁদের যমজ মেয়ে ছিল। ফের কোল আলো করে এল কন্যা সন্তান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -