দেখে নিন, কোন ওয়েবসাইট বা কোন নম্বরে এসএমএস করলে জানা যাবে ICSE, ISC-র রেজাল্ট
সঙ্গে যুক্ত হবে বাকি পরীক্ষার অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর।
তারপর সেই গড় নম্বর থেকে বাকি থাকা পরীক্ষার নম্বর দেওয়া হবে।
কাউন্সিল আগেই জানিয়েছে, যে সব পরীক্ষা হয়নি, তার ক্ষেত্রে প্রথমে হয়ে যাওয়া বোর্ড পরীক্ষার সেরা ৩টি পেপারের নম্বরের গড় করা হবে।
পরিস্থিতি স্বাভাবিক হলে ডাকযোগে মার্কশিট পৌঁছবে স্কুলে।
যে বিষয়গুলির লিখিত পরীক্ষা হয়েছে, সেগুলিই রিচেক করা যাবে।
থাকছে পুনর্মূল্যায়নের সুযোগও। কাউন্সিল জানিয়েছে, এজন্য আবেদন করা যাবে www.cisce.org ওয়েবসাইটে।
দু’টি ক্ষেত্রেই মেসেজ পাঠাতে হবে 09248082883 নম্বরে।
ISC-র ক্ষেত্রে লিখতে হবে ISC স্পেস দিয়ে ৭ অঙ্কের ইউনিক আইডি।
ফল জানা যাবে SMS করেও। সেজন্য মেসেজ অপশনে গিয়ে ICSE টাইপ করার পর স্পেস দিয়ে লিখতে হবে ৭ অঙ্কের ইউনিক আইডি।
পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবে www.cisce.org বা www.results.cisce.org সাইট থেকে।
কোনও সমস্যা হলে যোগাযোগ করতে হবে ciscehelpdesk@orioninc.com-এ। ফোন করা যাবে 1800-267-1760 নম্বরে।
প্রিন্সিপালের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে জানা যাবে স্কুলভিত্তিক ফল।
করোনা-আবহে প্রথম বোর্ড পরীক্ষার ফলপ্রকাশ শুক্রবার। দুপুর ৩টেয় ICSE ও ISC-র রেজাল্ট।