ছবিতে দেখুন: ৭ হাজার কিলোমিটার পথ পেরিয়ে ভারতে এল অত্যাধুনিক ৫ রাফাল, অক্টোবর-নভেম্বরে আরও ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jul 2020 05:40 PM (IST)
1
বিমানগুলি আম্বালায় অবতরণের পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন হরকিরত সিংহ ও তাঁর টিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের বর্দোয় অবস্থিত মেরিনিয়াক বায়ুসেনা ঘাঁটি থেকে গতকাল ভারতের উদ্দেশে রওনা দেয় দাসোল নির্মিত ৫টি রাফাল যুদ্ধবিমানের প্রথম ব্যাচ।
3
দ্বিতীয় ব্যাচের আরও পাঁচটি বিমান অক্টোবর-নভেম্বর মাস নাগাদ আসবে।
4
বায়ুসেনা সূত্রে খবর, আজ সরকারিভাবে রাফালের অন্তর্ভুক্তি হচ্ছে না। অগাস্ট মাসে আনুষ্ঠানিকভাবে বিমানগুলিকে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হবে।
5
আম্বালায় পৌঁছনোর পর, রাফালগুলিকে 'ওয়াটার স্যালুট' দেওয়া হয়।
6
চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে আম্বালায় অবতরণ করল ৫টি রাফাল।
7
প্রতীক্ষার অবসান। ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছল ৫টি রাফাল যুদ্ধবিমান।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -