গালোয়ানের হামলায় ভারতীয় জওয়ানদের মৃত্যুর প্রতিবাদে উত্তাল দেশ, পোড়ানো হল জিনপিংয়ের কুশপুতুল, চিনা মোবাইল-চার্জার, দেখুন ছবি
টায়ার জ্বালিয়ে জম্মু-পুঞ্চ হাইওয়ে অবরোধ করলেন বিক্ষোভকারীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতে মোবাইল-সহ চিনে তৈরি অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম বয়কটের ডাক দেওয়া হল। পোড়ানো হল বিভিন্ন চিনা মোবাইল-চার্জারও।
ভারতীয় সেনার মৃত্যুর জন্য আমদাবাদের বিক্ষোভ মিছিল থেকে ধিক্কার দেওয়া হল চিনা প্রশাসনকে।
আমদাবাদে বেসরকারী সংস্থা মদদগার পরিবার-এর সদস্যরা চিন-বিরোধী মিছিল করলেন। প্রতিবেশী দেশের উদ্দেশে দেওয়া হল ধিক্কার।
ভারতীয় সেনাদের মৃত্যুতে কাঠগড়ায় তোলা হচ্ছে জিনপিংকে। দিকে দিকে পোড়ানো হচ্ছে তাঁর ছবি, কুশপুত্তলিকা।
চিন বিরোধী বিক্ষোভে উত্তাল হল রাঁচিও। বিক্ষোভকারীরা চিনা প্রেসিডেন্টের ছবি পোড়ালেন।
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার চিনের সেনাবাহিনীর হামলায় শহিদ হয়েছেন ২০ ভারতীয় সেনা। বিকানেরের শহিদ স্মারকে তাঁদের উদ্দেশে ফুল ছড়ালেন বজরঙ্গ দলের সদস্যরা।
রাজস্থানের বিকানেরে কংগ্রেসের সমর্থকেরা চিনের পতাকা পোড়ালেন।
জম্মুতে বজরং দলের সদস্য-সমর্থকেরা মিলে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কুশপুত্তলিকা দাহ করলেন।
পটনায় জন অধিকারী পার্টির প্রধান পাপ্পু যাদব ও তাঁর অনুগামীরা মিলে চিন বিরোধী প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -