পরিবারে নতুন সদস্য আসার অপেক্ষায় কোন কোন বলি তারকা? দেখুন
অন্তঃস্বত্ত্বা করিনা কপূর। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় নবাব সেফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বছরের সবচেয়ে বড় খবর তো তাঁরাই। মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। নিজেই ছবি শেয়ার করে এই খবর জানিয়েছিলেন বিরাট কোহলি। আপাতত দুবাইতে আইপিএল -এ মগ্ন বিরাট। সেখানেই রয়েছেন অনুষ্কা।
সাগরিকা ঘাটগে ও জহির খানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। চক দে ইন্ডিয়া খ্যাত এই অভিনেত্রী ২০১৭ সালে বিয়ে করেন।
সম্প্রতি একটা ছবিতে সামনে এসেছে সুখবর। মা হতে চলেছেন 'বিবাহ' অভিনেত্রী অমৃতা রাও। বাবা হতে চলেছেন স্বামী আর জে আনমোল। একটি ছবিতে দেখা গিয়েছে অমৃতার বেবি বাম্পের ছবি।
বলিউড। রিল থেকে রিয়েল লাইফ, সবসময়ই লাইমলাইটে থাকে এখানকার জীবনযাত্রা। এখন বলিউডের একাধিক নায়িকা অন্তঃসত্ত্বা। দেখে নিন তাঁরা কে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -