করোনা পরিস্থিতিতেই মন্দিরে পুজো, পালন হল শ্রাবণ মাসের প্রথম সোমবার
আজ প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার পালনে দেশের বিভিন্ন স্থান থেকে তুলে ধরা হল ছবি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে শ্রাবণে শিব পুজোর পিছনে সমাজবিজ্ঞানের কিছু ব্যখ্যা রয়েছে ৷ শিব মানেই সৃষ্টি ৷ শ্রাবণ মাসে বৃষ্টি হয়, উর্বর হয়ে ওঠে জমি ৷ বপন, কর্ষণের জন্য আদর্শ সময় ৷
শিবের পুজোয় কোনও জাতি বা লিঙ্গের বিভেদ নেই ৷ পুরুষ ও মহিলা সমানভাবে পুজো করে মহাদেবকে ৷ প্রচলিত মতে শিবের মতো স্বামীর কামনা করেন মহিলারা ৷ তাই অবিবাহিত মহিলারা অধিকাংশ ক্ষেত্রেই শিবের মতো 'বরের' আশায় এই পুজো করে থাকেন ! অন্যদিকে পুরুষরাও নিজেদের সুখ সমৃদ্ধির জন্য পুজো করে থাকেন ৷
পুরাণ মতে এই শ্রাবণ মাসেই বিষ পান করেছিলেন শিব ৷ বিষ পানের ফলে তাঁর সারা শরীর নীল হয়ে যায় ৷ সেই কারণেই তাঁর মাথায় জল বা দুধ ঢেলে পুজো করা হয় ৷ শ্রাবণ মাসের প্রতিদিনই এই আচার পালন করা হয় ৷ তবে যে কারণে সোমবার শিবের বার বলেই পরিচিত, তাই সোমবারেই বিশেষ পুজো হয় ৷ শ্রাবণ মাসের ৪টি বা ৫টি সোমবার ধূমধাম করে পুজো করা হয় ৷ প্রচলিত বিশ্বাস শিবের পুজোয় দূর হয় জীবনের সব সমস্যা ৷
আজকের দিনে উপোস রাখার রীতির প্রচলন রয়েছে।
৫ টি সোমবার পড়েছে এই জুলাই মাসে। জুলাই ৬- শ্রাবণ মাসের প্রথম সোমবার। জুলাই ১৩- দ্বিতীয় শ্রাবণ সোমবার। জুলাই ২০- তৃতীয় শ্রাবণ সোমবার। জুলাই ২৭- চতুর্থ শ্রাবণ সোমবার। জুলাই ৩১- পঞ্চম এবং শেষ শ্রাবণ মাসের সোমবার।
শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পুজো করার প্রচলন রয়েছে গোটা দেশে। মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার শিবের ব্রত করলে দেবাদিদেব তুষ্ট হন ও ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তবে কেবল ভারতে নয়, গোটা দেশেই রয়েছে এই পুজোর রীতি। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার।
শ্রাবণ মাসে শিবের উপাসনার রীতি চালু রয়েছে। শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজোয় ব্রতী হন বহু মানুষ। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। এই বছর করোনা আতঙ্কে সোশ্যাস ডিসটেন্সিং মেনই মন্দিরে গিয়ে পুজো দিলে ভক্তরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -