সুশান্ত-অঙ্কিতার কোলে ধোনির মেয়ে জিভা! পুরনো ছবি ভাইরাল
সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রাক্তন ভারতীয় অধিনায়কের কাটানো পর্দার ধোনির কিছু ছবি। এই ছবিটি সবচেয়ে ভাইরাল হয়েছে। ধোনির কোলে ছোট্ট জিভা আর তার সঙ্গে খেলায় মগ্ন সুশান্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছোট্ট জিভার সঙ্গে বেশ কয়েকদিন সময় কাটিয়েছিলেন সুশান্ত।
'এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি' সুশান্ত সিং রাজপুতের কেরিয়ারের অন্যতম সফল একটি ছবি। ক্যামেরায় মহেন্দ্র সিং ধোনিকে আরও নিঁখুত করে ফুটিয়ে তুলতে ক্রিকেটারের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন সুশান্ত। সময় কাটিয়েছিলেন তাঁর পরিবারের সঙ্গেও। মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ধোনির মেয়ে জিভার সঙ্গে কাটানো সুশান্ত অঙ্কিতার কিছু মুহূর্ত।
ছোটপর্দায় পবিত্র রিস্তা ধারাবাহিক থেকে শুরু অঙ্কিতা সুশান্তের সম্পর্ক। তাঁদের বন্ধুত্ব পরিণতি পেয়েছিল প্রেমে।
সুশান্তের মৃত্যুর খবর প্রথমে নাকি জানতেনই না অঙ্কিতা। এক সাংবাদিতের ফোনে তিনি প্রথম জানতে পারেন, আত্মহত্যা করেছেন সুশান্ত। তখনই 'হোয়াট' বলে ফোন কেটে দেন। তারপর অবশ্য সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেন অঙ্কিতা। নিজেও বেশ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
কিন্তু এই ছবি সাফল্য পাওয়ার পরেই ভেঙে যায় সুশান্ত অঙ্কিতার সম্পর্ক। এরপর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে সুশান্ত। অঙ্কিতা ভুলতে পারেননি সুশান্তকে। এক বন্ধুর থেকে জানা যায়, এখনও নাকি নিজের বাড়ির নেমপ্লেট থেকে সুশান্তের নাম সরান নি অঙ্কিতা।
দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। শোনা যায় লিভ ইন ও করতেন তাঁরা। এম এস ধোনি দ্য আনটোল্ড ছবিতে অভিনয় করার সময়ও বজায় ছিল তাঁদের প্রেমের সম্পর্ক।
সুশান্তের সঙ্গে ধোনির বাড়ি গিয়েছিলেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখণ্ডে।
জিভার সঙ্গে সময় কাটান এই দুই প্রাক্তন প্রেমিক প্রেমিকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -