Independence Day 2020: ভারতের জাতীয় পতাকার রঙে রঙিন হল নায়াগ্রা, বুর্জ খালিফা, এম্পায়ার স্টেট বিল্ডিং, দেখুন ছবি
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকার রঙে রঙিন হয়ে উঠল বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনায়াগ্রায় ভারতের তেরঙা উত্তোলন করেন টরন্টোয় ভারতের কনসাল জেনারেল অপূর্ব শ্রীবাস্তব। অনুষ্ঠানের আয়োজন করেছিল ইন্দো-কানাডা আর্টস কাউন্সিল।
বিশ্বের আশ্চর্যের অন্যতম নায়াগ্রা জলপ্রপাত। শনিবার সন্ধায় (স্থানীয় সময়) নায়াগ্রার জলের রঙ তেরঙার রঙে রাঙিয়ে তোলা হয়।
ওই বিশেষ আলোকসজ্জার তত্ত্বাবধানে ছিল নায়াগ্রা পার্ক কমিশন ও নায়াগ্রা ফল্স ইল্যুমিনেশন বোর্ড।
পাশাপাশি, টরন্টোর সিটি হলেও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের শুভেচ্ছা জানান।
রাঙিয়ে তোলা হয় নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংও।
একইভাবে তেরঙার রঙে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের বিখ্যাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফা।
রাঙিয়ে তোলা হয় নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংও।
একইভাবে তেরঙার রঙে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের বিখ্যাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফা।
একইভাবে তেরঙার রঙে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের বিখ্যাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফা।
একইভাবে তেরঙার রঙে রঙিন হয়ে ওঠে দুবাইয়ের বিখ্যাত তথা বিশ্বের সবচেয়ে উঁচু বহুতল বুর্জ খালিফা।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে একটি বার্তায় বলা হয় কানাডা ও ভারতের মধ্যে একটি মজবুত, দীর্ঘমেয়াদী ও দুরন্ত সম্পর্ক রয়েছে। উভয় দেশই গণতন্ত্র ও বহুত্ববাদে বিশ্বাসী।
রাঙিয়ে তোলা হয় নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -