আটারি ওয়াঘা সীমান্তের মত উত্তেজনা নয়, প্রজাতন্ত্র দিবসে ভারত-বাংলাদেশের বন্ধুত্বের গল্প বলে পেট্রাপোল
ছবি ও তথ্য : আবীর দত্ত
Download ABP Live App and Watch All Latest Videos
View In App6 জন বিএসএফ জওয়ান ভাংড়া নৃত্য পরিবেশন করেন । মহিলা বিএসএফ কর্মীরা নৃত্য পরিবেশন করেন ।
পেট্রাপোলের নো ম্যানস ল্যান্ডে এই রেট্রিট অনুষ্ঠান প্রায় আধ ঘন্টা ধরে চলে। কেবল শক্তি প্রদর্শন নয়, করমর্দন করে সম্মান জানানো হয় একে অপরকে।
উপহার আদান প্রদান থেকে কুশন বিনিময়, ভারত-বাংলাদেশ বর্ডার জুড়ে রইল বন্ধুত্ত্বের বার্তা।
সূর্যাস্তের আগে শুরু হওয়া অনুষ্ঠান দেখার জন্য মানুষের আগ্রহ দেখার মতো ছিল । গত বছর বিশেষ কারণে বন্ধ ছিল রেট্রিট অনুষ্ঠান । করোনাকালে বন্ধ ছিল মাসের পর মাস মানুষ আসা যাওয়া।
এই বর্ডার উত্তেজনা নয়, গল্প বলে বন্ধুত্বের। কুশল বিনিময় থেকে শুরু করে মিষ্টিমুখ, এখানে সৌহার্য্যের আমেজ বছরভর। এটা ভারত বাংলাদেশ পেট্রোপোল বর্ডারের ছবি। আজ ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন হল পেট্রাপোলে। রিট্রিট অনুষ্ঠানে অংশ নিলেন ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি জওয়ানরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -