Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আজ ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস, দেখে নিন বাহিনীর প্রধান যুদ্ধবিমান ও হেলিকপ্টারের সম্ভার
এদিনের ফ্লাই-পাস্টে অংশগ্রহণ করবে এলসিএ তেজস, জাগুয়ার, মিগ-২৯, মিদগ-২১ বাইসন, ও সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলি। এর পাশাপাশি, বিভিন্ন পুরনো অবসরপ্রাপ্ত যুদ্ধবিমান থেকে শুরু করে আধুনিক সামরিক পণ্যবাহী বিমান ও প্রথমসারির যুদ্ধবিমান অংশ নিতে পারে এদিনের অনুষ্ঠানে। তবে, দিনের সেরা আকর্ষণ হতে চলেছে ভারতের সর্বাধুনিক ও সম্প্রতি অন্তর্ভুক্ত হওয়া রাফাল যুদ্ধবিমান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুখোই-৩০ এমকেআই ফ্ল্যাঙ্কার: এটি একটি দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এর বিশেষত্ব মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার। যে কোনও আবহাওয়া, যে কোনও পরিবেশে এটি অব্যর্থ। এর কমব্যাট রেডিয়াস অনেকটাই বিস্তৃত।
একাধিক ট্যুইটের মাধ্যমে এদিন নিজেদর শক্তির পরিচয় দিয়েছে ভারতীয় বায়ুসেনা। দেখে নেওয়া যাক ভারতের প্রথম সারির কিছু যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টারের সম্ভার।
রাফাল: রাফাল হল ৪.৫ প্রজন্মের দুই ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান। এটি বিভিন্ন ভূমিকা পালনে সক্ষম। এয়ার সুপ্রিমেসি থেকে শুরু করে এরিয়াল রিকনেসঁস, গ্রাউন্ড সাপোর্ট, ইন-ডেপ্থ স্ট্রাইক, জাহাজ-বিধ্বংসী ভূমিকা পালন করতে পারে রাফাল। পরমাণু অস্ত্রবহনে সক্ষম রাফাল। হরেক রকমের বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণান্ত্র ও মিসাইলে সজ্জিত এই বিমান।
এদিন বায়ুয়েনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আপনার কেবল দেশের আকাশকে সুরক্ষিত রাখছেন না, তার সঙ্গে বিপর্যয়ের সময় মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আপনাদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগ সকলকে উদ্বুদ্ধ করে।
এলসিএ তেজস: তেজস হল দেশে তৈরি এক-ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের উচ্চ ক্ষিপ্রতা সম্পন্ন মাল্টিরোল সুপারসনিক লাইট কমব্যাট এয়ারক্র্যাফট।
মিগ ২১ বাইসন: এটি সুপারসনিক এয়ার কমব্যাট ইন্টারসেপ্টপর যুদ্ধবিমান। ক্ষিপ্রতা ও দ্রুততার সঙ্গে মোকাবিলার জন্য এই বিমান নজর কেড়েছে।
মি-৩৫: এটি দুই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোশ্যাফট অ্যাসল্ট অ্যান্টি-আর্মর হেলিকপ্টার। একসঙ্গে ৮ জন কমান্ডো বা স্ট্রাইক টিম নিয়ে উড়তে সক্ষম এই কপ্টার। এতে রয়েছে ১২.৭ এমএম রোটারি গান, ১৫০০ কেজি পর্যন্ত অস্ত্রবহনে সক্ষম এই কপ্টার। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্করপিয়ন ট্যাঙ্ক-বিধ্বংসী মিসাইল।
চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহের মধ্যেই সেখানে আজ ভারতীয় বায়ুসেনার শক্তি-প্রদর্শন করা হবে। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় বায়ুসেনা।
আজ বৃহস্পতিবার, ভারতীয় বায়ুসেনার ৮৮ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে গাজিয়াবাদের কাছে বায়ুসেনার হিন্ডন ঘাঁটিতে একটি বর্ণাঢ্য ফ্লাই-পাস্টের আয়োজন করা হয়েছে।
সি-১৩০জে সুপার হারকিউলিস: এটি একটি চার-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পণ্যবাহী বিমান। স্পেশাল অপারেশন থেকে শুরু করে হাই-অলটিটিউড ও এয়ার মেনটেন্যান্স -- এই ধরনের কাজে ব্যবহার হয় এই বিমান।
সি-১৭ গ্লোবমাস্টার: এটি একটি বিশাল ডানার চার-ইঞ্জিন বিশিষ্ট টি-টেলড্ সামরিক পণ্যবাহী বিমান। যে কোনও বড় সামরিক পণ্য সামগ্রী ও বাহিনী-- দুটোই এক জায়গা থেকে অন্যত্র বহনে সক্ষম এই বিশালকায় বিমান। দিন হোক বা রাত-- যে কোনও সময় এই বিমান সমান নির্ভরশীল।
এএইচ-৬৪ই অ্যাপাচে: এটি টুইন টার্বো শ্যাফট অ্যাটাক হেলিকপ্টার। এর ককপিটে আগে-পিছে করে দুজন পাইলট বসতে পারে। যে কোনও সামরিক অভিযানে এই হেলিকপ্টারের জুড়ি মেলা ভার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -