দেখে নেওয়া যাক আইপিএলে কয়েকজন হার্ড হিটারের ব্যাটের ওজন
যাবতীয় অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আর কিছুদিন পরেই বসতে চলেছে আইপিএলের আসর। তবে এবার ভারতে নয়। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি ২০ টুর্নামেন্ট হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। টুর্নামেন্টে অংশ নিতে দলগুলি ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে। আইপিএল মানেই ব্যাট ও বলের দুরন্ত লড়াই। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের এমন লড়াইয়ে বিশেষ কদর হার্ড হিটারদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ব্যক্তিগত কারণে আইপিএল খেলছেন না সুরেশ রায়না। সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরছেন। রায়নার ব্যাটের ওজন ১১৮০ গ্রাম।
আইপিএলে এই সব হার্ড হিটারদের ব্যাটের ওজনও মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে আসে। ক্রিকেটের অনুরাগী মাত্রই জানেন, ভারতের প্রাক্তন মহাতারকা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ভারী ব্যাটে খেলতেই অভ্যস্ত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসরগ্রহণকারী ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এর ব্যতিক্রম নন।
ধোনির ব্যাটের ওজন ১২৩০ গ্রাম।
কেএল রাহুল খেলেন ১১৬০ গ্রাম ওজনের ব্যাটে।
শ্য়েন ওয়াটসন খেলেন ১২৫০ গ্রাম ওজনের ব্যাটে
এছাড়াও এবারের আইপিএলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড়কেও ভারী ব্যাটেই খেলতে দেখা যাবে। উপমহাদেশের ব্যাটসম্যানদের অনেকেই ভারী ব্যাটে খেলতে পছন্দ করেন। কারণ, এখানে পিচে বাউন্স কম। তাই বল দূরে বা তুলে মারতে ভারী ব্যাট সহায়ক হয়। কারণ, ভারী ব্যাটের ভরকেন্দ্র নিচের দিকে থাকে। অর্থাত্ ব্যাটের সুইট স্পট (ব্যাটের যে অংশ বলের সংযোগ সবচেয়ে ভালো হয়) থাকে নিচের দিকে। তবে এত কিছু টেকনিক্যাল ইস্যু মাথায় রেখে নয়, যেমনভাবে অভ্যস্ত হয়ে উঠেছেন, সে ধরনের ব্যাটেই সাধারণত ব্যাটসম্যানরা খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। ভারী ব্যাটে খেলে কেরিয়ার শুরু করলেও কেরিয়ারের পরের দিকে, যখন রিফ্লেক্সে ও টেকনিকে পরিবর্তনের কারণে ব্যাটের ওজনে সামান্য হেরফেরও করে নেন কোনও কোনও ব্যাটসম্যান । উপমহাদেশের ব্যাটসম্যানরাই মূলত ভারী ব্যাটে খেলে থাকেন। তবে ব্যতিক্রম যে নেই তা নয়। জানা আছে কি, আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে ভারী ব্যাটে খেলার রেকর্ড কার?উত্তর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন মারকুটে ব্যাটসম্যান ল্যান্স ক্লুসনারের।এখন দেখে নেওয়া যাক এবারের আইপিএলের কয়েকজন ব্যাটসম্যানের ব্যাটের ওজন।
হার্দিক পান্ড্যর ব্যাটের ওজন ১২২০ গ্রাম।
ঋষভ পন্থের ব্যাটের ওজন রাহুলের মতোই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -