Ishaq Music Album Photos: অরিন্দম-ইশার 'ইশক'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Feb 2021 07:23 PM (IST)

1
আপাতত নতুন মিউজিক অ্যালবামের মুক্তির অপেক্ষায় টিম 'ইশক'
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
এই প্রথম পরিচালক অরিন্দম শীলের সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী ইশা সাহা। একটি মিউজিক ভিডিওয় একসঙ্গে কাজ করছেন তাঁরা।

3
'ইশক' অ্যালবামটিতে ৬টে মিউজিক ভিডিও থাকবে। ইশা ছাড়াও অপর একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তুহিনা দাস।
4
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি শেয়ার করেছেন ইশা।
5
বিক্রম ঘোষের সঙ্গীত পরিচালনায় তৈরি হয়েছে এই ভিডিওটি।
6
এই গানে ইশার বিপরীতে দেখা যাবে হরিহরণ পুত্র করণ হরিহরণকে।
7
সম্প্রতি টিটাগড়ে একটি মিউজিক ভিডিওর শ্যুটিং সারলেন ইশা-অরিন্দম। হরিহরণের গাওয়া একটি হিন্দি গানের অ্যালবামে অভিনয় করেন ইশা।
ফটো গ্যালারি (photo-gallery) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -