বাড়ি নাকি ইস্টবেঙ্গল-মোহনবাগানের ডেরা? আইএসএলের ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে
এই প্রথমবার আইএসএল খেলছে ইস্টবেঙ্গল মোহনবাগান। আইএসএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। আগামীকাল অর্থাৎ শুক্রবারের ডার্বি ঘিরে তুঙ্গে উত্তেজনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবুজ-মেরুন বনাম লাল-হলুদ শিবিরের ফুটবল-দ্বৈরথ! ডার্বি উত্তেজনার রঙ লাগল বাড়ির দেওয়ালে! উত্তরপাড়ায় ক্লাবের পতাকার রঙে বাড়ির দেওয়াল রাঙিয়ে তুললেন এক মোহনবাগান সমর্থক।
ইতিমধ্যেই উত্তরপাড়ার ছড়িয়ে পড়েছে মোহনবাগান বাড়ির কথা। উৎসাহীরা ভিড়ও জমাচ্ছেন বাড়ির সামনে।
তিলক বলছেন, 'মাঠের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমার। বহু ইতিহাসের সাক্ষী থেকেছি। মোহনবাগানের খেলা থাকলেই দল বেঁধে রীতিমতো ট্রাক ভাড়া করে খেলা দেখতে যাই।'
ম্যাচের ফলাফল নিয়ে বেশ আশাবাদী তিলক বসু ও নমিতা দাস। ২জনেই এই বাড়ির সদস্য। মূলত তাঁদেরই অনুপ্রেরণায় নতুন সাজ এই বাড়ির।
অপর সদস্য নমিতাও খেলাধূলার সঙ্গেই যুক্ত। একসময় জিপসির দল ছিল তাঁদের। বলছেন, 'এইরকম রঙ করানোর জন্য বিশেষভাবে অর্ডা দিতে হয়েছিল। বাড়ির গায়ে মোহনবাগানের লোগোটা একজন শিল্পী এঁকে দিয়েছেন। তিনিও মোহনবাগানের সমর্থক'
সেইমতোই নতুন বাড়ির রঙ লাল হলুদ। বাড়ির ফলকে শোভা পাচ্ছে— ‘ইস্টবেঙ্গল ভিলা’। সামনে লেখা— ‘হৃদয় জুড়ে শুধুই ইস্টবেঙ্গল’। দলের লোগো? তা-ও জ্বলজ্বল করছে দেওয়ালে
কেবল মোহনবাগান নয়, নতুন বাড়িকে লাল হলুদে রাঙিয়েছিলেন এক ইস্টবেঙ্গলের ভক্তও। ডানকুনির তপন ভৌমিক মনেপ্রাণে ইস্টবেঙ্গলের ভক্ত। ইচ্ছা ছিল নিজের বাড়ি করতে পারলে ক্লাবের পতাকার রঙই করবেন তাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -