পাকিস্তানের লোকজনদের নিয়ে হতাশ, দেশ ছাড়ার ঘোষণা এই পাক টিকটক তারকার
সমস্ত ছবি জন্নত মির্জার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজন্নত বলেছিলেন, এই অ্যাপ্লিকেশন নিয়ে কিছু জরুরি পদক্ষেপ গ্রহণের পর নিষেধাজ্ঞা সরানো উচিত। উল্লেখ্য, পাকিস্তানের আগে ভারতে টিকটক নিষিদ্ধ হয়েছে। উল্লেখ্য, এই পাক সুন্দরীর ইনস্টাগ্রামেও জনপ্রিয়তা ব্যাপক। তাঁর ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন।
জন্নত বলেছিলেন, পাকিস্তানে টিকটক নিষিদ্ধ হওয়ার খবর জানতে পেরেছি। তবে আপাতত আমি জাপানে রয়েছি।
এর আগে অবশ্য জন্নত পাকিস্তানে টিকটক ব্যানকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি নিজেও পাকিস্তানে টিকটক নিষিদ্ধ হোক, এমনটাই চাইছিলেন। কিন্তু তা যেন স্থায়ী না হয়।
এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কেন পাকিস্তান ছাড়ছেন? এ ব্যাপারে জন্নত বলেছেন, পাকিস্তান খুবই সুন্দর ও ভালো। কিন্তু পাকিস্তানের লোকজনদের মানসিকতা ভালো নয়।
তাঁর জাপানে চলে আসার কারণ, জানাতে গিয়ে জন্নত বলেছেন, পাকিস্তানের লোকজনের মানসিকতা খুবই খারাপ।
আলোচনার কেন্দ্রে উঠে এলেন পাকিস্তানের টিকটিক তারকা জন্নত মির্জা। বয়স ২২। তিনিই পাকিস্তানের প্রথম টিকটক তারকা। ফলোয়ার সংখ্যা ১০ মিলিয়নেরও বেশি। কিন্তু টিকটকের ওপর পাকিস্তানে নিষেধাজ্ঞা জারির পর জন্নত আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
পাকিস্তান ছেড়ে জাপানে জন্নতের চলে যাওয়া নিয়ে তাঁর অনুরাগীরা বেশ হতবাক হয়েছেন। জন্নত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে তাঁর অনুরাগীরা জানতে চেয়েছিলেন, তিনি কবে পাকিস্তানে ফিরবেন। এর জবাব দিতে গিয়ে জন্নত জানান, তিনি জাপানে শিফ্ট করেছেন।
আসলে সম্প্রতি জন্নত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে, পাকিস্তানে যখন টিকটক-কে নিষিদ্ধ করা হয়, তখন তিনি জাপানে ছিলেন। এখন জন্নত স্পষ্ট করেছেন যে, এখন থেকে জাপানেই থাকবেন তিনি। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জন্নত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -