Kalighat Burned Notes: কালীঘাটে মুখার্জী ঘাটে রাশি-রাশি ছেঁড়া-পোড়া টাকা, কুড়োতে ভিড়, কে বা কারা ফেলে গেল? তদন্তে পুলিশ
কিন্তু কারা টাকা পোড়াল? এই বিপুল পরিমাণ টাকার উৎসই বা কি? আয়কর কর্তাদের হাত থেকে বাঁচতেই কি এমন কাজ? পোড়া টাকা উদ্ধারের ঘটনায় এমন সব প্রশ্নই উঠছে। টাকার উৎস সন্ধানে তদন্তে নেমেছে কালীঘাট থানার পুলিশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই.... সেই কথা মাথা রেখে ছেঁড়া-পোড়া নয় এমন অমূল্য রতনের খোঁজ শুরু করেন অনেকেই। কিন্তু, একটাও আস্ত টাকা না পেয়ে হতাশ হয়ে, কয়েকজন আগুন ধরিয়ে দেন পড়ে থাকা নোটে! টাকার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। এরপরই বাজেয়াপ্ত করা হয় ওইসব টাকা।
রবিবাসরীয় ছুটির দুপুরে অনেকেই যখন ভাতঘুমে ব্যস্ত, তখনই কালীঘাটের মুখার্জি ঘাটে তুমুল হইচই। ঘাটে পড়ে রয়েছে রাশিকৃত টাকা! হাওয়ার বেগে এখবর ছড়াতেই ছুটে আসেন অনেকে। কিন্তু ঘাটে পড়ে থাকা ১০, ২০, ৫০, ১০০ বা ৫০০ টাকার নোটগুলি হয় পোড়া, নয় ছেঁড়া।
কথায় বলে, কলকাতায় টাকা ওড়ে। সেটা যে কথার কথা নয়, তার প্রমাণ মিলেছে ২০১৯-এর এক নভেম্বরের দুপুরে।বেন্টিঙ্ক স্ট্রিটের একটি বিল্ডিং থেকে সেবার যেন টাকার বৃষ্টি হয়েছিল! কিন্তু এই শহরে শুধু টাকা ওড়ে না, টাকা পোড়েও!রবিবার কালীঘাটে আদিগঙ্গার পাশ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ পোড়া নোট!
রবিবাসরীয় দুপুরে কালীঘাটে চাঞ্চল্য। মুখার্জি ঘাট থেকে উদ্ধার বস্তা ভর্তি ছেঁড়া-পোড়া টাকা। এরইমধ্যে ভাল টাকার খোঁজে হুড়োহুড়ি শুরু করে দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। টাকার উৎস ঘিরে দানা বেঁধেছে রহস্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -