ফ্রান্সের হত্যায় সরব বিশ্ব, তারপরও ইসলামে নারাজ ছাত্রীকে খুন? লজ্জা নেই জিহাদিদের? প্রশ্ন কঙ্গনার
হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে দিনে দুপুরে কলেজের সামনে এক ছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে! ভাইরাল হয় খুনের এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও। হরিয়ানার ফরিদাবাদে কলেজের সামনেই ছাত্রীকে গুলি করে খুন করা হয়। লাভ জিহাদের অভিযোগ তুলেছে পরিবার। মৃত তরুণীর নাম নিকিতা তোমর। কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। মৃতার পরিবারের দাবি, ‘লভ জিহাদ’-এর বলি হয়েছেন নিকিতা। তাঁদের বক্তব্য, প্রেম প্রস্তাবে রাজি না হওয়াতেই মরিয়া হয়ে গুলি করে খুন করেছে অভিযুক্ত তৌসিফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের বিভিন্ন ঘটনা নিয়েই মুখ খোলেন অভিনেত্রী। হরিয়ানার ঘটনাতেও তিনি চুপ করে রইলেন না।
সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ফ্রান্সের ঘটনায় সারা বিশ্ব স্তম্ভিত। এতেও জিহাদিদের থামার নাম নেই। এবার ইসলামে ধর্মান্তরিত হতে চাইল না বলে, এক ছাত্রীকে খুন হতে হল।
কঙ্গনা লেখেন, 'ফরিদাবাদের ঘটনায় শিগগিরই দোষীদের শাস্তি হোক।' হরিয়ানার ঘটনায় অভিযুক্ত তৌসিফকে এনকাউন্টার করা হোক বলে দাবি করেন এক নেটিজেন। এরপরই ওই নেট নাগরিককে সমর্থন করে ট্যুইট করেন কঙ্গনা।
'শুধুমাত্র ইসলাম গ্রহণ করতে চাইল না বলেই একটি হিন্দু মেয়েকে গুলি খেয়ে মরতে হল। একটি হিন্দু মেয়েকে প্রাণ হারাতে হল কলেজের সামনে প্রকাশ্য রাস্তায়।' ফরিদাবাদে প্রকাশ্যে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় এবার ট্যুইটে সরব কঙ্গনা রানাউত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -