মুম্বইয়ে কঙ্গনার অফিস ভাঙতে এল বুলডোজার, 'আজ আরও একবার রাম মন্দির ভাঙা হবে', ট্যুইটে প্রতিক্রিয়া অভিনেত্রীর
বুলডোজার-কটাক্ষের পরদিনই বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনা রানাউতের অফিস ভাঙার নোটিস বৃহন্মুম্বই পুরসভার। এর আগে বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের অফিসে নোটিস লাগিয়ে দেয় শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা। তাদের অভিযোগ, অফিস তৈরির সময় বিএমসি-র নিয়মগুলি মানা হয়নি। অফিসের দোতলার অংশটি বেআইনি ভাবেই তৈরি করা হয়েছে। নকশায় যে অংশটিকে টয়লেট বলে দেখানো হয়েছিলো, সেটিকে এখন অন্য কাজে ব্যবহার করা হয়। পাল্টা কঙ্গনার দাবি, তাঁর অফিস সম্পূর্ণ ভাবে আইন মেনেই তৈরি করা হয়েছে। কঙ্গনা কটাক্ষের সুরে টুইট করে বলেছেন, বিএমসি আমার বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছে। ওরা আমার বাড়ি ভাঙতে মরিয়া। ওরা আমার বাড়ি ভাঙলেও, আমার মনোবল আরও বাড়বে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএরপরই আজ বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার নোটিস। সূত্রের খবর ভাঙা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর।
গতকাল পুরসভার তরফে নোটিস সেঁটে দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা।
মোহালি এয়ারপোর্টে কড়া নিরাপত্তাবেষ্টমীর মাঝে কঙ্গনা। দ্বিতীয় ট্যুইটে এই ঘটনাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে, গণতন্ত্রের মৃত্যু বলে বর্ণনা করলেন।
অন্যদিকে আজই মুম্বই ফিরছেন কঙ্গনা রানাউত। বেআইনি নির্মাণের অভিযোগে নিজের অফিস ভাঙা নিয়ে ট্যুইটারে কটাক্ষ কঙ্গনার। ট্যুইটে অভিনেত্রী লেখেন, মণিকর্ণিকা ফিল্মসে অযোধ্যা সিনেমার ঘোষণা হল। এই অফিস আমার কাছে রাম মন্দির। আজ বাবর বাহিনী সেখানে এসেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হবে। আরও একবার রাম মন্দির ভাঙা হবে। কিন্তু মনে রাখ্ বাবর, এই মন্দির আবার তৈরি হবে। এই মন্দির আবার তৈরি হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -