কোজাগরী লক্ষ্মী পুজো কাল না পরশু? তিথি কতক্ষণ?
‘কোজাগর ’অর্থাৎ‘কে জেগে আছে’। আশ্বিনের পূর্ণিমা তিথিতে লক্ষ্মীদেবীর আরাধনা করতে রাত জাগার বিধান রয়েছে। তাই একে কোজাগরী পূর্ণিমা বলা হয়। “ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। নইলে কেন জাগে কোজাগরে।”
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলক্ষ্মীদেবীর প্রার্থনা মন্ত্র: নমামিসর্ব্বভূতানাংবরদাসিহরিপ্রিয়ে। যাগতিস্ত্বৎপ্রপন্নানংসামেভূয়াৎত্বদর্চ্চণাৎ।। লক্ষ্মীদেবীর প্রণাম মন্ত্র: ওঁ বিশ্বরূপস্যভার্য্যাসিপদ্মেপদ্মালয়েশুভে। সর্ব্বত: পাহিমাংদেহিমহালক্ষ্মীনমোহস্তুতে।।
লক্ষ্মীপুজো সন্ধ্যাবেলার পুজো।৩০ ও ৩১ অক্টোবর দু’দিনই সন্ধ্যায় পূর্ণিমা তিথি থাকায় দুদিনই লক্ষ্মীপুজো করা সম্ভব।
এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ৩০শে অক্টোবর বিকেল ৫টা৪৬মিনিটে পূর্ণিমা শুরু। পরেরদিন অর্থাৎ ৩১শে অক্টোবর রাত্রি ৮টা ১৯মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে।
তাই একে ‘দ্যুতপূর্ণিমা’ও বলা হয়।পূর্ববঙ্গীয়দের মধ্যে এই পুজোর প্রচলন বেশি।
এই তিথিতে সন্ধে বেলা লক্ষ্মীদেবীর পুজো করে। নারিকেল জলপান এবং চিঁড়া ভক্ষণ হিত। রাত জেগে পাশা খেলা ও এই পুজোর অঙ্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -