এক্সপ্লোর
Liver Health Condition: লিভার খারাপ হচ্ছে? বলে দেবে আপনার হাতের আঙুল! এগুলি ঘটলে এড়িয়ে যাবেন না...
Liver Health Symptoms: নখের স্বাভাবিক রঙ সাদা। যদি আপনার নখের রঙ পরিবর্তন হয়ে হলুদ হতে শুরু করে, তাহলে বুঝে নেবেন, আপনার লিভারের কার্যকারিতা কমছে।
লিভার খারাপ হচ্ছে, ইঙ্গিত দেবে নখ
1/7

লিভারের কার্যকারিতা কমছে? আপনার নখের এই পরিবর্তনগুলোই বলে দেবে, কেমন আছে আপনার লিভার। কখনও খেয়াল করেছেন কি? আসুন জেনে নিই, নখের ঠিক কী কী পরিবর্তন হলে আপনি বুঝবেন যে খুব ভাল জায়গায় নেই আপনার লিভার। প্রয়োজন চিকিৎসার।
2/7

নখের স্বাভাবিক রঙ সাদা। যদি আপনার নখের রঙ পরিবর্তন হয়ে হলুদ হতে শুরু করে, তাহলে বুঝে নেবেন, আপনার লিভারের কার্যকারিতা কমছে। লিভারের কার্যকারিতা কমলে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে নখের রঙ পরিবর্তন হতে পারে।
3/7

লিভার ফেইলইওর বা সিরোসিসের মতো পরিস্থিতি তৈরি হলে, শরীরে ফ্লুইড জমা হতে থাকে। এর ফলে হাত ও আঙুল ফুলে যেতে পারে। সেই কারণেই যদি হাত ও হাতের আঙুল ফুলে যাচ্ছে দেখেন, তাহলে সতর্ক হোন। তাড়াতাড়ি চিকিৎসকের কাছে যান।
4/7

অনেক সময়ে হাতের তালুতে লালচে ভাব দেখা যায়। সেই রোগকে 'পামার এরিথেমা' বলা হয়। এই রোগে হাতের তালু এবং আঙুলের গোড়া লালচে হতে শুরু করে। এটি লিভার সিরোসিস বা হরমোনের ভারসাম্যহীনতার কারণে হতে পারে।
5/7

নখের ওপর সাদা রেখা বা সাদা দাগ হতে অবশ্যই সতর্ক হোন। লিভারের সমস্যা হলে অনেক সময় শরীরে প্রোটিনের মাত্রা কমে যেতে পারে। এতে নখের ওপর সাদা রেখা বা দাগ দেখা যেতে পারে। এই ধরণের লক্ষণ একেবারেই উপেক্ষা করা উচিত নয়। চিকিৎসকের কাছে যাওয়া দরকার।
6/7

লিভারের সমস্যা হলে তার প্রভাব নখের গঠনের ওপরেও পড়তে পারে। নখ যদি অস্বাভাবিকভাবে বেঁকে যায় বা ঘোলাটে হয়ে যায়, তাহলে এটি লিভার সিরোসিস বা হেপাটাইটিসের লক্ষণ হতে পারে।
7/7

নখ সাদা থেকে যদি রঙ পরিবর্তন করে নীল বা বেগুনি হয়ে যায়, সেটা শরীরে অক্সিজেনের অভাব এবং লিভার সিরোসিসের ইঙ্গিত হতে পারে। এই অবস্থা গুরুতর হতে পারে। এর চিকিৎসার প্রয়োজন।
Published at : 27 Jul 2025 10:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















