Coronavirus : জ্বর নিয়ে আসা ৭০ শতাংশ শিশুর Rapid টেস্ট করালেই করোনা পজিটিভ : ডা. অপূর্ব ঘোষ
ভারতে আছড়ে পড়েছে করোনার চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ। বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতার বিশিষ্ট চিকিৎসক অপূর্ব ঘোষ জানালেন, যে সব শিশুরা তাঁর কাছে জ্বর নিয়ে আসছে, তাঁদের ৭০ শতাংশই করোনার Rapid টেস্টে পজিটিভ হচ্ছে। চিকিৎসকের কথায়, এত বড় এপিডেমিক আগে দেখিনি।
চিকিৎসক জানালেন, শিশুদের জ্বর আসছে। খুব যে শ্বাস কষ্ট হচ্ছে , এমনটাও নয়। পরীক্ষা করলেই পজিটিভ আসছে রিপোর্ট।
তবে আশার কথা একটাই ' সিরিয়াস কেস খুব একটা নেই ' । এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন? জানাচ্ছেন চিকিৎসক অপূর্ব ঘোষ।
অবশ্যই করোনা টেস্ট করানো উচিত। শিশুকে আইসোলেশনে রাখা উচিত। স্কুল বা কোচিং ক্লাসে একেবারেই পাঠানো উচিত নয়।
পাশাপাশি শিশুদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত করানোর কথাও বলছেন চিকিত্সকরা।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়লেও, চিন্তার কিছু নেই। প্রয়োজন শুধু সতর্কতার। আর তার ধাপ গুলি বড়দের থেকে আলাদা কিছু নয়।
তবে ছোটদের করোনা থেকে রক্ষা করতে বড়দেরও সময়মতো প্রিকশনারি ডোজ নিতে হবে। মেনে চলতে হবে করোনা বিধি। নইলে বড়দের থেকেই ছোটরা আক্রান্ত হয় বেশি।
শিশুদের করোনা ভ্যাকসিন এখনও বের হয়ি। কিন্তু আবশ্যিক ভ্যাকসিনগুলো মনে করে দিয়ে দিতে হবে শিশুকে, যাতে করোনা আবহে অন্য রোগ না ঘাড়ে চেপে বসে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -