Diabetic Retinopathy: ডায়াবেটিক রেটিনোপ্যাথি: সাবধান গর্ভবতী মহিলারাও, ডায়াবিটিস কেড়ে নিতে পারে দৃষ্টিশক্তি

ছবি: পিক্সাবে।

1/10
আচমকা ঝাপসা হয়ে আসছে দৃষ্টি? চোখ খুললেই কালো ছিটে ছিটে ভাসছে? শারীরিক দুর্বলতা নয়, ডায়াবেটিক রেটিনোপ্যাথিরও শিকার হয়ে থাকতে পারেন আপনি।
2/10
টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিস থাকলেই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণ চোখের সমস্যা মনে হলেও, এই রোগে দৃষ্টিশক্তিও হারাতে পারেন রোগী।
3/10
দীর্ঘ দিন ডায়াবিটিসে ভুগলে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকে না। ফলত ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
4/10
কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি শরীরে বাসা বেঁধেছে কি না বুঝবেন কী করে? তার জন্য চিনতে হবে উপসর্গ।
5/10
ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসতে পারে। চোখ খুললে কালো ছিটে ছিটে ভাসতে পারে চোখের সামনে। দৃষ্টিশক্তি কখনও স্বাভাবিক কখনও আবার কমে আসতে পারে। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারানোর দিকে এগোতে পারেন রোগী।
6/10
রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত হলে চোখের মধ্যে থাকা সূক্ষ্ম রক্তনালিগুলিতে রক্তপ্রবাহে বাধা তৈরি হয়। ফলে নতুন রক্তনালি তৈরি হয়। কিন্তু সেগুলির গঠন সঠিক না হওয়াতে তা থেকে চুঁইয়ে রক্ত বেরোতে থাকে। তা থেকেই সমস্যা দেখা দেয়।
7/10
দেখার সমস্যা মানেই সবসময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি নয়। তবে সমস্যা উত্তরোত্তর বেড়ে চললে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে যাঁরা ডায়াবিটিসের রোগী।
8/10
গর্ভবতী অবস্থায় বা গর্ভবস্থার পর অনেক মহিলা ডায়াবিটিসে আক্রান্ত হন। তার জন্য অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের নিয়মিত চোখের পরীক্ষা করানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
9/10
গর্ভবতী অবস্থায় দৃষ্টিশক্তি ঝাপসা হওয়ার সমস্যা দেখা দিলে তাই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
10/10
ডায়াবিটিস রোগীরা নিয়মিত চোখের পরীক্ষা করালে, রক্তচাপ, কোলেস্টেরল, এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকলে এই রোগের ঝুঁকি কমে।
Sponsored Links by Taboola