Diwali 2025: বাজির আওয়াজ ও দূষণে সমস্যা? শিশুদের স্বাস্থ্য ঠিক রাখতে কালীপুজোতে কী করবেন?
Kali Puja 2025: দিওয়ালিতে বাজি ও দূষণ বাড়ে। শিশুদের ক্ষতি হয়। এর থেকে বাঁচার উপায় জেনে নেওয়া যাক।
Continues below advertisement
পরের সপ্তাহেই কালীপুজো
Continues below advertisement
1/8
আতসবাজি থেকে নির্গত ধোঁয়া বাতাসে সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো অনেক ক্ষতিকারক উপাদান ছড়ায়।
2/8
এগুলো শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি করে এবং শিশুদের মধ্যে কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি করে। আপনার সন্তানের আগে থেকেই অ্যালার্জি বা হাঁপানির রোগ থাকলে এই সমস্যাটি তখন আরও বাড়ে।
3/8
শুধু দূষণই নয়, বাজি ফাটানোর তীব্র শব্দও শিশুদের জন্য বিপজ্জনক। বিশেষজ্ঞ এবং ডাক্তাররা বলছেন যে উচ্চ শব্দ শুনলে অনেক শিশুর শ্রবণ ক্ষমতার উপর প্রভাব পড়ে। এর কারণে কানে ব্যথা, খিটখিটে মেজাজ এবং ঘুমের সমস্যাও দেখা যায়।
4/8
যদি অনেকক্ষণ ধরে জোরালো পটকার আওয়াজ চলতেই থাকে এবং তার থেকে দূষণ হয়, তাহলে অনেক মানুষের মানসিক চাপও বাড়তে শুরু করে। যাদের এই ধরনের সমস্যা আছে, তাদের বিশেষ করে বাজির থেকে দূরে থাকা উচিত।
5/8
যেসব শিশুদের বাজির আওয়াজ ও দূষণে সমস্যা হয়, তাদের বাবা মায়ের এটা নজর রাখতে হবে যে কালীপুজো বা দীপাবলির সময় বাচ্চারা বেশিক্ষণ বাইরে যেন না থাকে। চেষ্টা করুন যাতে বাচ্চারা বাড়ির ভিতরেই থাকে এবং জানালা দরজা বন্ধ রাখা হয়।
Continues below advertisement
6/8
যদি আপনি বাচ্চাদের সঙ্গে সন্ধ্যায় বাইরে যান, তবে বাচ্চাদের মাস্ক পরিয়ে রাখুন যাতে তারা ধুলো এবং ধোঁয়া থেকে বাঁচতে পারে।
7/8
এর ফলে আপনি এবং আপনার বাচ্চা উভয়ই সমস্যা থেকে বাঁচতে পারবেন।
8/8
বাজি থেকে হওয়া আঘাতও শিশুদের জন্য একটা বড় বিপদ ডেকে আনে। জ্বলন্ত বাজির সামনে কার সময় শিশুদের একা ছেড়ে দেবেন না এবং সবসময় তাদের নজরে রাখুন।
Published at : 18 Oct 2025 01:07 AM (IST)