Heart Attack: কোন কোন লক্ষণ দেখে বুঝবেন হার্ট অ্যাটাক হতে পারে?
সারা বিশ্বে প্রতিদিন বহু মানুষ হার্ট অ্যাটাকের (Heart Attack) শিকার হন। বহু মানুষ প্রাণও হারান। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাক হওয়ার আগে বেশ কিছু লক্ষণ দেখা দেয়। সেগুলি যদি সঠিকভাবে জানা থাকে, তাহলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনকি হার্ট অ্যাটাক হওয়ার আগের লক্ষণগুলি দেখে দ্রুত পদক্ষেপ নিলে প্রাণহানীর সম্ভাবনাও কম হয়। তাই জেনে নেওয়া দরকার হার্ট অ্যাটাক হওয়ার আগের লক্ষণগুলি কী কী -
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হার্ট অ্যাটাক হওয়ার আগে শরীরে নানা অস্বস্তিকর অনুভূতি হতে থাকে। বুকে ব্যথা, কিংবা বুকে অস্বস্তিকর অনুভূতি হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন।
এমন লক্ষণ দেখা গেলে একেবারেই ফেলে রাখা বা গাফিলতি করা উচিত নয়। বুকে অস্বস্তিকর অনুভূতির পাশাপাশি বুকে ব্যথা, বুকে ভারি ভাব অনুভব, বুকে ফোলা ভাব এই সমস্ত লক্ষণ দেখা দেয় হার্ট অ্যাটাকের আগে।
শরীরের উপরিভাগে নানা অংশে ব্যথা, যন্ত্রণা এবং অস্বস্তিকর অনুভূতি হয়। দুটি হাতে, পিঠে, গলায়, ঘাড়ে এবং পাকস্থলীতে ব্যথা, যন্ত্রণা অনুভব হয় এমন পরিস্থিতিতে।
করোনা পরিস্থিতিতে শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে করোনা আক্রান্তের সংশয় সবার আগেই হচ্ছে মানুষের। বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক হওয়ার আগেও শ্বাস প্রশ্বাসের নানা সমস্যা দেখা দেয়। শ্বাস নেওয়ার ক্ষেত্রে কষ্ট হয়।
এই সমস্ত লক্ষণ ছাড়াও ঠান্ডা লাগা, মাথা ঘোরা, বমি, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়ার মতোও নানা লক্ষণ দেখা দেয় হার্ট অ্যাটাকের আগে। লক্ষণগুলিতে খেয়াল রাখা খুবই জরুরি।
রক্তচাপ আচমকা অনেকটা বেড়ে যেতে পারে। ঘাম হতে পারে। হৃদস্পন্দন খুব বেড়ে যেতে পারে। এই সমস্ত লক্ষণই হার্ট অ্যাটাকের পূর্বের লক্ষণ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই একই সমস্যা দেখা দেয়। যদি কোনও ব্যক্তির মধ্যে এই সমস্ত লক্ষণগুলি দেখা দেয়, তাহলে তাঁকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -