Honey vs Sugar : চিনির বদলে মধু ব্যবহার করা কি সবসময় সঠিক ?

Honey vs Sugar : বহু মানুষ মনে করেন চিনির চেয়ে মধু স্বাস্থ্যকর। তবে, সব সময় চিনির বদলে মধু ব্যবহার করা কি ঠিক ? কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন।

Continues below advertisement

চিনির বদলে মধু খাচ্ছেন ?

Continues below advertisement
1/8
মধু যদিও চিনির চেয়ে প্রাকৃতিক উপাদান , তবুও এতে ক্যালোরি এবং সুগার উভয়ই থাকে।
2/8
সেইজন্য ওজন কমাতে এটা বেশি ব্যবহার করা ঠিক না।
3/8
এই ক্ষেত্রে কোন বেছে নিলে আপনার লাভ ?
4/8
অত্যধিক গরম জলে মধু মেশালে তার পুষ্টিগুণ কমে যায়। ঈষদুষ্ণ জল সবচেয়ে ভাল।
5/8
চা-কফির বেশি তাপমাত্রার কারণে মধুতে থাকা এনজাইম নষ্ট হয়ে যায়। তাই এই বিকল্পটি খুব একটা উপকারী নয়।
Continues below advertisement
6/8
বাজারে পাওয়া যাওয়া মধুতে মাঝে মাঝে চিনি মেশানো থাকে। তাই ‘র’ অথবা ‘অর্গানিক’ মধু সবচেয়ে ভাল।
7/8
মধু চিনির চেয়ে ভাল বিকল্প, তবে সীমিত পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে তবেই উপকারী।
8/8
অনেকে বলেন, গরম জলে মধু মিশিয়ে খাওয়া বিষের সমান।
Sponsored Links by Taboola