Fatty Liver: লক্ষ্মণ এড়ালে মারাত্মক বিপদ, প্রাণঘাতী হতে পারে ফ্যাটি লিভার
বাড়ছে কাজের চাপ, এগিয়ে যাওয়ার ইঁদুর দৌড়ের চোটে বিঘ্নিত হচ্ছে জীবন-যাপনের ছন্দ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখাওয়া-দাওয়ার অনিয়ম থেকে কম শারীরিক কসরত ডেকে আনছে অনেক রোগ।
অল্প বয়সেই শরীরে বাসা বাঁধতে শুরু করেছে একাধিক মারাত্মক সমস্যা।
যার মধ্যে অন্যতম ফ্যাটি লিভার। ফ্যাটের পরিমাণ বাড়লে লিভার ফ্যাট নিজের মধ্যে স্টোর করতে পারে।
যদি অতিরিক্তি ফ্যাট আসে লিভারে, তখন তার কিছুটা জমা হয় লিভারে, কিছুটা শরীরের অন্যান্য অঙ্গে স্থান পায়। তাতে একজন মানুষ স্থূলকায় হয়ে পড়েন।
লিভারের অধিকাংশ কোষ যদি ফ্যাটের স্টোর হয়ে যায়, তখনই তাকে ফ্যাটি লিভার সিনড্রোম বলা হয়ে থাকে।
পেট ফুলে যাওয়া, প্লীহা বেড়ে যাওয়া, অনেক ক্ষেত্রে চোখে হলুদ ভাব সহ একাধিক লক্ষ্মণ দেখা যায় সেক্ষেত্রে।
এই ধরণের ক্ষেত্রে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত দরকার। পাশাপাশি তাদের পরামর্শ...
পরিমিত আহার ও শারীরিক পরিশ্রম অনেক শারীরিক সমস্যা থেকেই দূরে রাখতে পারে।
রোগভোগ থেকে দূরে থাকতে চাইলে শুধু ওষুধ নয়, জোর দিতে হবে শারীরিক কসরতেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -