Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Banyan tree: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দূর করে নানা সমস্যা, চিকিৎসা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বটগাছের
ধর্মীয় কারণে হিন্দুদের কাছে বটগাছ বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়া বটগাছ থেকে নানা রোগের ওষুধ তৈরি হয়। ফলে সেই কারণেও এই গাছ গুরুত্বপূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবটগাছ কয়েক শতাব্দী পর্যন্ত বেঁচে থাকতে পারে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বটগাছটিই তার জলজ্যান্ত উদাহরণ। এই গাছটির বয়স প্রায় ৩০০ বছর। এই গাছটির পাতা, কাণ্ড সহ সব অংশই কিছু না কিছু কাজে লাগে।
আয়ুর্বেদ শাস্ত্রে বটগাছের বিশেষ গুরুত্ব আছে। কারণ, এই গাছ থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা যায়।
বটগাছের কচি পাতা জলে ফুটিয়ে যে তরল পদার্থ তৈরি হয়, তা খেলে ডায়েরিয়া, গ্যাসের মতো রোগের হাত থেকে রেহাই পাওয়া যায়।
বটগাছের ঝুরি চিবিয়ে নিতে পারলে মুখের দুর্গন্ধ দূর হয়, মাড়ি থেকে রক্ত পড়াও বন্ধ হয়। এর ফলে দাঁতও শক্তিশালী হয়। বটগাছের ঝুরি প্রাকৃতিক টুথপেস্টের কাজ করে। বটগাছের ঝুরি চিবিয়ে নিতে পারলে মুখের নানা সমস্যা দূর হয়।
বটগাছের ছাল-বাকল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে শরীর সুস্থ থাকে।
বটগাছের পাতার রস নিয়মিত খেলে আর্থারাইটিস, গাঁটের ব্যথা দূর হয়।
ভারতে মানসিক স্বাস্থ্য প্রচণ্ড অবহেলিত। অনেকেই অবসাদে ভোগেন। চিকিৎসকদের একাংশের মতে, বটগাছের ফল খেলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় এবং অবসাদ কাটে।
বটগাছের ছাল-বাকল ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত সংক্রমণ দূর করে।
বটগাছের ছাল-বাকল শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমায় এবং ভাল কোলেস্টরলের মাত্রা বাড়ায়। ডায়াবেটিস কমাতে সাহায্য করে বটগাছের শিকড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -