এক্সপ্লোর
Health:ডায়াবিটিস-হাইপারটেনশন আক্রান্তরা কী ভাবে লড়বেন নয়া করোনা ভ্যারিয়্যান্টের সঙ্গে?
Corona Variant:দেশের নানা প্রান্তে ফের দাপট দেখাচ্ছে করোনা। বাড়ছে সংক্রমণ যার নেপথ্যে মূলত নয়া ভ্যারিয়্যান্ট XBB.1.16। হাইপারটেনশন বা ডায়াবিটিসের রোগীরা কী ভাবে এর সঙ্গে মোকাবিলা করবেন?
ডায়াবিটিস-হাইপারটেনশন আক্রান্তরা কী ভাবে লড়বেন নয়া করোনা ভ্যারিয়্যান্টের সঙ্গে?
1/8

দেশের নানা প্রান্তে ফের দাপট দেখাচ্ছে করোনা। বাড়ছে সংক্রমণ যার নেপথ্যে মূলত নয়া ভ্যারিয়্যান্ট XBB.1.16। কিন্তু হাইপারটেনশন বা ডায়াবিটিসের রোগীরা কী ভাবে এই নতুন ভ্যারিয়্যান্টের সঙ্গে মোকাবিলা করবেন?
2/8

কো-মর্বিডিটি থাকলে করোনা যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সে ছবি ভাল করে দেখে নিয়েছে এ দেশ ও দুনিয়া। তবে বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, কোভিড-প্রোটোকল মেনে চললে ভয় পাওয়ার কিছু নেই।
3/8

প্রোটোকলের মধ্যে অবশ্যই থাকছে ভাল করে সাবান দিয়ে হাত ধোয়া।
4/8

মাস্ক পরা ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা ভুলে গেলেও চলবে না।
5/8

কিন্তু এই নিয়মগুলির পাশাপাশি হাইপারটেনশনের রোগীদের ক্ষেত্রে আরও কিছু নিয়ম মানতে বলছেন ডাক্তাররা।
6/8

যেমন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে যদি কোনও ওষুধ ডাক্তার দিয়ে থাকেন, তা হলে তা অবশ্যই খেয়ে যেতে হবে।
7/8

হাইপারটেনশন নিয়ন্ত্রণে রাখতেও যদি এমন কোনও ওষুধ খাওয়ার কথা থাকে, তা হলে সেটিও নিয়ম করে খেয়ে যেতে হবে।
8/8

প্রয়োজনে ডাক্তারের সঙ্গে কথা বলে প্রেশার ও সুগার নিয়মিত মাপার বন্দোবস্ত করা দরকার।
Published at : 17 Apr 2023 11:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























